বিশ্ববিখ্যাত "সনি" (Sony) কম্পানি ঘোষনা দিন তাদের স্বচ্ছ টিভির। সত্যিকার অর্থে শুধু মাত্র স্বচ্ছ কাচের এই টেলিভিশন বিস্ময়কর। শুধু টেলিভিশন না সাথে স্পিকারো, তাও স্বচ্ছ। সত্যিকার অর্থেই প্রশংসার দবি রাখে।
আপনাদের কি মনে হয় সত্যিকার অর্থেই কি এই টিভি স্বচ্ছ? আমার কিন্তু কিছুটা দ্বিমত আছে। কাছ থেকে দেখলে বোঝা যায় যে টিভির পিছনে একটা প্রোজেক্টর আছে যা একটা স্বচ্ছ কাচের উপর টিভির মত পর্দা সৃষ্টি করে।
সে যাই হোক স্বচ্ছ কাচের উপর টিভির পর্দা ভেসে ওঠা কোন বিস্ময়কর না। যদিও এখন পর্যন্ত বান্যিজিক ভাবে এর উৎপাদন শুরু হয় নাই। শুধুমাত্র একটা প্রোটোটাইপেই সীমাবদ্ধো।
লেখকঃ জানা অজানার পথিক।