পৃথিবীতে বিচিত্র কত কিছুই না দেখা যায়। আশেপাশের কোনো ফুলের বাগানে গোলাপ, জবা, গাঁদা ইত্যাদি পরিচিত ফুল ছাড়াও যদি হঠাৎ দেখেন বিচিত্র রঙ কিংবা বিচিত্র আকারের কোনো ফুল, খুব অবাক লাগবে না? সেরকমই কিছু অবাক করা ফুলের সন্ধান দিতে আজকের এই লেখা। চলেন জেনে নিই কিছু অপরিচিত বিচিত্র ফুল সম্পর্কে।
ব্লিডিং হার্ট ফ্লাওয়ারঃ
আপনারা নিশ্চয়ই ‘হার্ট’ বা ‘হৃদয়’ এর আকৃতির সঙ্গে পরিচিত। এক অদ্ভুত রকমের ফুল আছে যার আকৃতি পুরোপুরি হার্ট এর মতো। ফুলটার নাম ‘ব্লিডিং হার্ট ফ্লাওয়ার’। এর বৈজ্ঞানিক নাম 'Lamprocapnos spectabilis'। এই ফুল গুলো সাধারণত লাল রংয়ের হয়ে থাকে আর আকৃতিটাও হয় এমন, যেন হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। এই ব্যাপারটাই ফুলের নামে ফুটে উঠেছে। আসল ঘটনাটা কিন্তু এমন না। এই ফুলের বাইরের পাপড়িগুলো গোলক আকৃতির এবং লাল রংয়ের হয়। ভিতরের পাপড়ি গুলো চিকন লম্বা ও সাদা হয়। বাইরের পাপড়ি এবং ভিতরের পাপড়ি গুলো একসঙ্গে দেখলে মনে হয়, যেন হৃদয় ফুড়ে রক্ত বের হয়ে আসছে। এই গাছকে ‘ফুল’ গাছ হিসেবে প্রথম দেখানো হয় ইংল্যান্ডে। ১৮৪০ সালে জাপান থেকে আনা চারার মাধ্যমে ইংল্যান্ডে এর গাছ লাগানো হয় আর ফুল ফোটার পর সবাই এর নাম জানতে পারে। বসন্তে বা গ্রীষ্মের শুরুর দিকে এই ফুল ফোটে। অনন্য এ আকৃতির জন্য অনেকেই তাদের বাগান এই ফুল দিয়ে সাজায়।
হুকার্স লিপসঃ
মানুষের ঠোঁট দেখেনি, এমন কেউ কি আছে? মনে হয় না। আচ্ছা হুট করে যদি দেখেন বাগানের গাছে মানুষের ঠোঁটের মতো ফুল ফুটে আছে, কেমন লাগবে? এরকমই মানুষের ঠোঁটের মতো ফুল দেখতে পাওয়া যায় কলম্বিয়া, কোস্টারিকা, পানামা ইত্যাদি দেশে। ফুলটির নাম ‘হুকার্স লিপস’। আর এর বৈজ্ঞানিক নাম 'Psychotria elata'। পুরো মানুষের ঠোঁটের মতো দেখতে এই ফুলটির রঙ টকটকে লাল। এই ফুলের এমন অদ্ভুত রঙ হওয়ার পিছনে অবশ্য একটা উদ্দেশ্যও আছে। ফুলের পরাগায়ন ঘটাতে অন্য পাখি বা পতঙ্গের সাহায্য প্রয়োজন হয়। এই পতঙ্গদের বিশেষ করে হামিং বার্ড নামের পাখিটিকে এবং প্রজাপতিকে আকৃষ্ট করতেই ফুলের এই বিচিত্র সাজ। তবে খুব অল্প সময়ের জন্যই এটি ঠোঁটের আকৃতিতে থাকে। ফুলটি যখন পুরোপুরি পাপড়ি মেলে তখন আর দেখতে ওরকম লাগে না।
হোয়াইট এগরেট ফ্লাওয়ারঃ
জাপানের সবচেয়ে বিখ্যাত যে অর্কিড প্রজাতির ফুল, তার নাম ‘হোয়াইট এগরেট ফ্লাওয়ার’। এর বৈজ্ঞানিক নাম 'Pecteilis radiata'। এই ফুলের পাপড়ি গুলো প্রজাপতির পাখার মতো ছড়ানো, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। ধবধবে সাদা এই পাপড়িগুলোর মাথার দিকে নকশার মতো খাঁজ কাঁটা। এর পাতাগুলো ঘাসের মতো, প্রায় ৭ টা হয়ে থাকে। অনন্য সুন্দর এই ফুলটি দেখতে পাওয়া যায় জাপান, কোরিয়ার পেনিসুলা আর চীনের উত্তরে।
নেকেড ম্যান অর্কিডঃ
অর্কিডের আরেকটি আজব প্রজাতি হল ‘নেকেড ম্যান অর্কিড’ । এর আরেক নাম ‘ইটালিয়ান অর্কিড’। বৈজ্ঞানিক নামটিও ঠিক তাই, 'Orchis italica'। এর বিশেষ বৈশিষ্ট্য হল এর অদ্ভুত আকৃতি। হুট করে দেখলে মনে হবে ছোট আকারের কোনো মানুষ। আর পুরো ফুলের গুচ্ছ দেখে মনে হবে, ‘হারে রে রে… …’ ডাক দিয়ে কতগুলো অদ্ভুত দর্শন ডাকাত তেড়ে আসছে! মাথায় তাদের এলোমেলো চুল, আর গুপীগাইন বাঘাবাইনের ভূত রাজার মতো বিশাল বিশাল কান। আসল ব্যাপারটা হল, একটা মঞ্জুরিতে অনেক গুলো ফুল গুচ্ছাকারে থাকে। সব গুলোকে এক সঙ্গে দেখলেই ডাকাতের দল বলে মনে হবে। গোলাপি কিংবা বেগুনি রংয়ের এই বিচিত্র ফুলগুলো জন্মে মেডিটেরিয়ান এলাকায়। তবে নিয়ন্ত্রিত পরিবেশ ও তাপমাত্রায় রাখলে তুমিও চাষ করতে পারবে এই কিম্ভূত ডাকাতের দলকে।
লেখকঃ মুশফিকুর রহমান আশিক।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন