কত যাদুকরকে তো দেখেছেন মঞ্চে কতজনকে কত উপায়ে দ্বিখণ্ডিত করেছে, কিন্তু কখনও কি দেখেছেন কোন যাদুকর নিজেকেই দ্বিখণ্ডিত করে যেই অর্ধেক দেহকে ধরে চলাফেরা করতে? ঠিক এই কাজটি করেছেন 'এন্ডি গ্রস'। তার দ্বিখণ্ডিত দেহ নিয়েই উপস্থিত হয়েছেন সকলের সামনে। আর তার এই দ্বিখণ্ডিত দেহ দেখে সকলের প্রতিক্রিয়া ছিল সেই রকম মজার। চলুন এবার তাহলে দেখে নেই এন্ডি গ্রস এর দ্বিখণ্ডিত দেহের ভিডিও,
কি ভাবছেন এটা তিনি করলেন কি ভাব? আসলে যাদুতো আর সত্যি হয় না, কিন্তু তা হয় অত্যান্ত চমৎকার চোখের ধোঁকা, নিচের এই ভিডিওটি দেখলে বুঝে যাবেন এই দ্বিখণ্ডিত দেহের রহস্য,
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন