এই দুনিয়ায় তো অনেক রকম বাড়ি দেখেছেন। কোনটার ডিজাইন সুন্দর, কোনটার বা আবার চারপাশের পরিবেশ সুন্দর। কোনটা আছে আবার ব্যয়বহুল। এবার জেনে নিন বিশ্বের সবচেয়ে বড় বৃক্ষ বাড়ি।
কি অবাক হচ্ছেন! আসুন তাহল দেখে নেই এবং জেনে নেই।
কি অবাক হচ্ছেন! আসুন তাহল দেখে নেই এবং জেনে নেই।
১০ তলা বিশিষ্ট পুরোটাই কাঠের তৈরি এই বাড়িটির মালিক হরেন্স ভারগাস। ১০,০০০ স্কোয়ার ফিটের এ বাড়িটি দেখতে অনেকটা এরকম
সবচেয়ে আশ্চর্যের ব্যপার হল এ বাড়িটি মাত্র একটি বিশাল গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র ১২,০০০ ডলার।
ক্রসভিলে অবস্থিত এ বাড়িটি টুরিস্টদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন মালিক।
নিচের থেকে দেখতে,
ক্রসভিলে অবস্থিত এ বাড়িটি টুরিস্টদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন মালিক।
নিচের থেকে দেখতে,
ঘুরে আসতে পারেন এখান থেকে।
লেখকঃ মাহবুব।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
লেখকঃ মাহবুব।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন