বিশ্বের সব থেকে গোলাকার বস্তুর তৈরি করা হয়েছে মূলত ওজনের মান দন্ড নিয়ে সমস্যার সমাধানের জন্য। আর এই গোলাকার বস্তু দিয়ে বর্তমানে কিলোগ্রাম মাপা হয়। এই কিলোগ্রামের মূল নাম ফ্রান্স শব্দ "গ্রাভ" (Grave), প্রথম এই নাম দেন "Antoine Lavoisier" ১৭৯৩ সালে। আর এই সময় থেকেই শুরু হয় SI Unite এর প্রচলন। এই কিলোগ্রাম এক মাত্র SI Unite যার নামের সাথে সংযুক্ত আছে "উপসর্গ" (Kilogram) এবং একমাত্র SI Unite যা এখন পর্যন্ত কোন নির্দিষ্ট বস্তু দিয়ে নির্ধারন করা হয়। আর এই নির্দিষ্ট বস্তুর নাম দেওয়া হয় "International Prototype Kilogram", সংক্ষেপে যার নাম "IPK"।
১৭৯৯ সালে প্রথম যখন কিলোগ্রাম গননা করা শুরু হয়, তখন ১ কিলোগ্রাম ওজন ধরা হত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ লিটার পানির ওজন। কিন্তু যেহেতু পানি খুব একটা স্থিতিস্থাপক কোন পদার্থ না সেহেতু এই সময়ে প্লাটিনামের একটা বাটখারা তৈরি করা হয়, যার ওজন ৪ ডিগ্রি সেঃ তাপমাত্রায় ১ লিটার পানির ওজনের সমান, আর এর নাম করন করা হয় "Kilogram Of The Archibes"। ১৮৮৯ সালে প্লাটিনামের তৈরি এই বাটখারাকে আবার নতুন ভাবে তৈরি করা হয় প্লাটিনাম আর এল্যুমিনিয়ামের সংমিশ্রনে তৈরি বাটখারা দিয়ে। বর্তমান সময়ে এই বাটখারাকেই ধরা হয় ১ কিঃগ্রাঃ। এই বাটখারাকে সংরক্ষন করা হয় প্যারিসে অবস্থিত "Bureau International des Poids et Mesures" বা সংক্ষেপে "BIPM" এর আবোহাওয়া নিয়ন্ত্রিত সিন্দুকের মধ্যে।
মূল কিঃগ্রাঃ এর আরো ৪০ টি প্রতিলিপি তৈরি করা হয় আর তা বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয় যাতে সকলেই ১ কিঃগ্রাঃ এর মূল ওজন নির্ধারন করতে পারে। ১৯৪৮ সালে এই ৪০টি বাটখারাকে আবার এক করা হয় ওজন করার জন্য। আর এখান থেকেই শুরু হয় ওজন নিয়ে এক বিশাল সমস্যা। যদিও এই ৪০টি বাটখারা একই পদার্থ এবং প্রায় একই পরিবেশে সংরক্ষন করা হয়েছিল, তারপরেও এদের মধ্যে ওজনের তারতম্য দেখা দেয়, যদিও এই ওজনের তারতম্য খুব কম। তখন থেকে ঠিক ৪০ বছর পরে অর্থাৎ ১৯৯২ সালে এই বাটখারা গুলিকে পুনঃরায় ২য় বারের জন্য ওজনের জন্য আনা হয়। তখন দেখা যায় যে এই বাটখারা গুলির মধ্যকার ওজনের পার্থক্য হয়ে দাঁড়ায় প্রায় ৫০ মাইক্রোগ্রাম (50 µg)। যদিও এটা কোন বিশাল পরিমানের তারতম্য নয়, তারপরেও যখন এই ওজন সারা বিশ্বের কাছে অনুকরণীয় তখন এক্ষেত্রে ১ মাইক্রোগ্রাম পরিমান তারতম্যকেও এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
ওজনের এই সমস্যাকে সম্পূর্ন ভাবে ঠিক করতে চালু করা হয় "Avogadro Project", যার মূল লক্ষ্য কিঃগ্রাঃ এর সংজ্ঞাকে সম্পূর্ন নতুন দাড় করানো। আর এই প্রযেক্ট যখন সারা বিশ্বে চালু হবে তখন ১ কিঃগ্রাঃ এর সংজ্ঞা হবে, "The number of atoms in 12 g of carbon 12"। আর এর জন্য প্রয়োজন একদম নিখুত গোলাকার বস্তু যা তৈরি হবে Single Crystal of Silicon 28 atoms। সিলিকন দিয়ে তৈরি এই গোলাকার বস্তুর মধ্যে অবস্থিত প্রতিটি এটমকে নিখুঁত ভাবে গণনা করা সম্ভব। এর ফলে কোন দিনই কিঃগ্রাঃ এর পরিমাপে কোন দিন কোন প্রকার তারতম্য হবে না। কেননা তখন এই মান নির্ভর করে এটমের উপর, কোন বাটখারার উপর না।
চলুন এবার বিশ্বের সব থেকে বৃত্তাকার বস্তু আর কিঃগ্রাঃ নিয়ে এই আলোচনা নিয়ে একটি ভিডিও প্রতিবেদন দেখে নেই যা আপনাকে বুঝতে আরো বেশী সহায়তা করবে।
লেখকঃ জানা অজানার পথিক।
নতুন তথ্য জানাবার জন্য অনেক ধন্যবাদ। :)
উত্তরমুছুননতুন কিছু জানাতে পেরেছি জেনে খুশি হলাম... :)
মুছুন