আপনারা কি জানেন ২য় বিশ্ব যুদ্ধের সময় নৎসি বাহিনী প্রযুক্তিগত ভাবে কতটুকু উন্নত ছিল? এই নৎসি বাহিনী প্রথম জেট ইঞ্জিন চালিত বিমান তৈরি করে, এমন কি এদের নকশা করা একাধিক জ্বলানি চেম্বার প্রযুক্তি আবিস্কার করে, আর ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যাবহার করে তৈরি হয় লুনার রকেট গুলি যা দিয়ে মানুষ জয় করেছে চন্দ্র। এরকম আরো অনেক প্রযুক্তি আছে যা এসেছে তাদের বিজ্ঞানীদের হাত ধরে। এ সময় নৎসি বাহিনী ঠিক করে তারা চাঁদে গড়ে তুলবে নিজেদের আস্তানা। এখন প্রশ্ন হচ্ছে, তাদের যে প্রযুক্তি ছিল তা দিয়ে কিন্তু চাঁদে যাওয়া সম্ভব ছিল, আর তাদের পরিকল্পনাও এরকম ছিল, কিন্তু তারা কি এমনটি করেছিল?
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন