পৃথিবীর সব থেকে বড় স্থাপনা ।। World Biggest Structure


চায়নার The New Century Global Center বর্তমান বিশ্বের সব থেকে বড় বিল্ডিং। এই বিল্ডিং এতই বড় যে এর মধ্যে ২০টি সিডনির অপেরা হাউজ তৈরি করা যাবে আর ওয়াশিংটনের পেন্টাগন তৈরি করা যাবে ৩টি। এখন একটু কল্পনা করে দেখুন এটি কত বড়। এবার গানিতিক হিসেবে আসা যাক, এই বিল্ডিং ৫০০ মিটার উচু আর ৪০০ মিটার চওড়া, আর এটির বিস্তৃতি ১.৭৬ মিলিয়ন স্কয়ার মিটার জুড়ে। The New Century Global Center তৈরি করা হয়েছে চায়নার সুচুয়্যান (Sichuan) প্রদেশে।


বিশ্বের সব থেকে বড় বিল্ডিং The New Century Global Center তৈরি করতে সময় লেগেছে মাত্র তিন বছর আর এই The New Century Global Center মধ্যে থাকবে অফিস, সপিং মল, ভূমধ্য গ্রাম সহ ১৪টি IMAX Cineplex আর বরফের উপর স্কেটিং (Ice Skating) করার সুবিধা। এই আইস স্কেটিং এর জায়গা এতই বড় যে এখানে যে কোন আন্তর্জাতিক মানের আইস স্কেটিং প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব। এছাড়াও থাকবে একটি পানির পার্ক নাম প্যারাডাইস আইল্যান্ড (Paradise Island), ৪০০০০০০ স্কয়ার মিটার জুড়ে থাকবে সপিং মল।

The New Century Global Center এর মূল নকশাকারি ইরাকি বংশভূত ব্রিটিশ আর্কিটেকচার "জাহা হাবিব"। এই The New Century Global Center কে ঘিরে আরো কিছু প্রকল্প বর্তমানে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, যেমনঃ এই প্রকল্পের মধ্যে থাকবে একটি সাবওয়ে রেলষ্টেশন আর এর বাইরে বানানো হবে নতুন একটি এয়ারপোর্ট। যা ২০২০ এর মধ্যে বানানো হবে।

অনেকতো জানা হল এই The New Century Global Center সম্পর্কে এবার চলুন দেখে নেই বিশ্বের সব থেকে বড় এই বিল্ডিং এর কিছু ছবি,


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info