বিকেল হলেই সূর্যটা টুপ করে ডুবে যায়। এরপরই ঘিরে ধরে গাঢ় অন্ধকার। তখন কেমন ভয় ভয় করে, তাই না? কিন্তু তাতে কী? ঘরে লাইট তো আছেই। সুইচে চাপ দিলেই জ্বলে ওঠে আলো। আর অন্ধকারে থাকতে হয় না। কত্ত সহজেই এত বড় বড় সমস্যা গুলো চোখের পলকে নেই করে দেয় ছোট্ট ছোট্ট জিনিস গুলো। আপনার প্রত্যেক দিনের সময় বাঁচাতে আর কাজ গুলোকে সহজ করতে এরকম আরও কত শত জিনিসই না রয়েছে চারপাশে। সব কাজকে সহজ করে দেওয়া এই ছোট্ট ছোট্ট জিনিস গুলোর জন্ম কিন্তু এত সহজে হয়নি। এই অদ্ভুত অথচ কাজের জিনিস গুলো কী করে তৈরি হল সেটাই আজকে জানাব আপনাদের।
০১) পোস্ট ইট নোটস বা হালকা আঠায়ালা কাগজঃ সামনের মাসে বন্ধুর জন্মদিন? মনে রাখার জন্য এখন তো খুব সহজেই কাগজে লিখে রাখতে পারছেন। যে কাগজের পিঠে আবার আঠাও লাগান থাকে। তাতে জন্মদিনের তারিখ আর বন্ধুর নাম লিখে লাগিয়ে দিচ্ছেন ফ্রিজের গায়ে। কিন্তু আপনি কি জানেন, এমন দরকারি একটা জিনিস ভুল করে বানিয়ে ফেলেছিলেন এক আবিষ্কারক? ১৯৬৮ সালে "ডঃ স্পেন্সার সিলভার" খুব মনযোগ দিয়ে শক্তিশালী একটি আঠা বানানোর চেষ্টা করছিলেন। কিন্তু শেষমেষ সবটা গুবলেট হয়ে গেল। শক্ত আঠা তো বানানো গেলই না, বরং তৈরি হল একটা হালকা আঠালো রকমের জিনিস। যেটা কখনও শুকিয়ে যায় না। বাজে জিনিস ভেবে ওটাকে ফেলেই দিয়েছিলেন সিলভার। কিন্তু তার কোনো কাজে না লাগলে কী হবে! সিলভারের সঙ্গেই কাজ করতেন "ডঃ আর্ট ফ্রাই"। কয়েকদিন ধরে বেশ সমস্যায় ছিলেন তিনি। তার প্রয়োজনীয় বুকমার্ক বা বইয়ের চিহ্ন গুলো বারবার কেবল নিচে পড়ে যাচ্ছিল। সিলভারের সেই হালকা আঠালো জিনিসটা বেশ কাজে লেগে গেল আর্ট ফ্রাইয়ের। আর তারপর থেকেই ধীরে ধীরে সবাই দরকারি ব্যাপারগুলো মনে রাখতে পোস্ট ইট নোটসের সাহায্য নিতে শুরু করল।
০২) কাপড় ধোয়ার সাবানঃ প্রতিদিন যে সাবান গুলো দিয়ে আপনার কাপড় ধোয়া হয়, সেগুলোর জন্মের পেছনেও আছে মজার একটি গল্প। অনেক অনেক বছর আগে রোমান মেয়েরা যখন "টিবার" নদীর তীরে কাপড় ধুতে যেত, তখন ওরা প্রায়ই এক ধরনের পদার্থ দেখতে পেত। পদার্থ গুলো রোজ নদীর পানিতে ভাসত। আসলে জিনিস গুলো ছিল পশুর গায়ের চর্বি আর তেল। টিবার নদীতে তখন মৃত পশুর গায়ের চর্বি ফেলা হত। একদিন ঐ জমাট বাধা জিনিস গুলো ভেসে এসে লেগে গেল একজনের কাপড়ে। সেটাকে কেঁচে ধুয়ে সে দেখল, আরে বাহ্! বেশ সাফ হয়েছে তো! এ খবর চলে গেল অন্য মেয়েদের কাছেও। তারাও সেই চর্বি দিয়ে কাপড় ধুয়ে দেখল। সত্যিই তো! ওটা দিয়ে বেশ ভালো পরিষ্কারই হয় কাপড়! সেই থেকে সাবানের ব্যবহার শুরু হয়। অবশ্য অনেকে বলে থাকে ব্যাবিলিয়নেরা প্রথম সাবান বানিয়েছিল।
০৩) পেপার ক্লিপঃ "স্যামুয়েল ফে" বেশ অসুবিধায় পড়ে গিয়েছিলেন নিজের টিকিট গুলোকে নিয়ে। কাপড়ের সঙ্গে আটকে রাখতে চাচ্ছিলেন তিনি ওগুলোকে। কিন্তু তা কী করে সম্ভব? পিন দিয়ে কাপড়ে টিকিট লাগালে কাপড় যে ছিঁড়ে যাবে! অনেক চিন্তা করে একটা অদ্ভুত জিনিস বানালেন তিনি। কতগুলো তার একসঙ্গে জুড়ে এক্স আকারের জিনিস বানালেন, যা টিকেটগুলোকে আটকে রাখতে পারে। তিনি দেখলেন, কাপড়ও ছিঁড়ছে না এ ক্লিপ দিয়ে আটকালে। এত সহজেই কাপড়ের সঙ্গে কাগজ লাগানোর প্রযুক্তি বেশ জনপ্রিয়তা পায়। এ ক্লিপের নামডাক এতই ছড়িয়ে যায় যে ১৮৬৭ সালের ২৩ এপ্রিল পেপার ক্লিপের আবিষ্কারক হিসেবে স্যামুয়েল ফে পুরস্কারই পেয়ে বসেন। পরে আরও অনেক শক্তিশালী ও মজবুত বানান হয় ক্লিপগুলো। নাম দেওয়া হয় জেমস ক্লিপ।
০৪) পুলিঃ জ্যোতির্বিজ্ঞানী, প্রকৌশলী, গণিতবিদ কী বলে যে ডাকি তাকে! জগতের বিষয় নিয়ে তিনি একাই এত্ত এত্ত মজার মজার আবিষ্কার করে গেছেন। আপনি কী ভাবনায় পরে গেলেন? বুঝতে পারছেন না কার কথা বলা হচ্ছে? আরে, তিনি আর কেউ নন। স্বয়ং আর্কিমিডিস। জানেনই তো, বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে উনি কাজ করেননি। তবে আর্কিমিডিসের সব চেয়ে মজার আবিষ্কার হিসেবে ধরা হয় কিন্তু পুলিকে। পুলির সাহায্যে অনেক ভারী জিনিসও খুব সহজেই ওঠানো যায়। আর এমন মজার যন্ত্রের আবিষ্কারক আর্কিমিডিসও কিন্তু কম মজার মানুষ নন। নিজের এই পুলি নিয়েই তিনি একবার বলেছিলেন, পুরো পৃথিবীকেও তিনি ওঠাতে পারতেন এতে করে। যদি তাকে ঠিকঠাক সোজাভাবে দাঁড়ানোর একটা জায়গা দিতে পারে কেউ।
০৫) জিপারঃ একটা সময়ে জিপার বলে কিছু ছিল না। সব জামা কাপড়ে খালি বোতামই ব্যবহার করা হত। চারপাশের সব কাপড়ের দোকানদার বোতাম বানাতে বানাতে ক্লান্ত। ঠিক এমন সময় গিডিওন সানব্যাক বলে একজন মানুষ জিপার বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। নিমিষে বেকার হয়ে গেল সব বোতাম কারিগরেরা। যদিও ১৫০ বছর আগে এলিয়াস হাউই নামের একজনও ঠিক জিপারের মতো একটা জিনিসই তৈরি করেছিলেন। তবে তার সেই জিপারকে সবার কাছে পরিচিত ও ব্যবহার উপযোগী করে তুলেছিল সানব্যাকই।
০৬) ভেলক্রোঃ জর্জ ডি মেসট্রাল তার পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন নিজের দেশ সুইজারল্যান্ডের এক মাঠে। মাঠ থেকে ফেরার পর জর্জ দেখতে পেলেন তার কুকুরের গায়ে কেমন একধরনের ছোট ছোট জিনিস লেগে আছে। অনেক চেষ্টা করেও সেগুলোকে কুকুরের লোম থেকে ছাড়াতে পারলেন না তিনি। অবশেষে তিনি মাইক্রোস্কোপ দিয়ে ভালো করে দেখলেন জিনিসগুলোকে। অবাক হয়ে গেলেন জর্জ। এ তো এক ধরনের গাছের অংশ। কিন্তু কীভাবে কুকুরের গায়ে এত শক্ত করে লেগে আছে? অনেক দেখেশুনে বুঝতে পারলেন জর্জ, ঐ গাছের অংশগুলোর গায়ে খানিকটা বাঁকানো কিছু অংশ আছে, যেগুলোর সাহায্যে সেগুলো আটকে আছে কুকুরের লোমে। সেই থেকে ওটা নিয়ে চিন্তা ভাবনা শুরু হল জর্জের। ১০ বছর পরে অবশেষে ভেলক্রো নামের জিনিসটা বানিয়েই ফেললেন তিনি। আর এখন? চারপাশে তাকিয়ে দেখেন। আপনার ব্যাগের চেইন থেকে শুরু করে সব কিছুতেই লাগান আছে ভেলক্রো।
লেখকঃ সাদিয়া ইসলাম বৃষ্টি।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন