শয়তানের জলাশয়ে গোছল


আচ্ছা আপনাদের কি ভিক্টরিয়া ফলস এর কথা মনে আছে? ঐ যে "ভয়ঙ্কর সুন্দর সব জলপ্রপাত" লেখায় পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল এই জলপ্রপাতের সাথে। বিশ্বের সব থেকে ভয়ংকরতম জলপ্রপাত এটি। ভিক্টোরিয়া ফলস পৃথিবীর সবচেয়ে চওড়া জলপ্রপাত। উচ্চতায় এটি মাত্র ১০৮ মিটার হলেও চওড়ায় এই জলপ্রপাত প্রায় ১,৭০৮ মিটার বা ৫,৬০৪ ফুট দীর্ঘ। আর পৃথিবীর সবচেয়ে চওড়া এই ভিক্টোরিয়া ফলস থেকে গড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩৮,০০০ ঘনফুট পানি নিচে পড়ছে। সবচেয়ে মজার ব্যাপার কী জানেন? এই বিশাল পরিমাণ পানি প্রচণ্ড গতিতে নিচে আছড়ে পড়ে সৃষ্টি করছে প্রচুর পরিমাণ ধোঁয়া আর কুয়াশা, যা কিনা প্রায় ১০-১২ কিলোমিটার দূর থেকেও দেখা যায়। ভাবছেন, এটা ঐ এঞ্জেল জলপ্রপাতের মতোই ব্যাপার। উঁহু, ওখানে তো পানি বাষ্প হয়ে কুয়াশার মতো হয়ে যায়। আর এখানে পানি জোরে আছড়ে পড়ার কারণে পানির কণা ছড়িয়ে ছিটিয়ে কুয়াশার মতো হয়ে গেছে!

তাহলে নিশ্চই বুঝতে পারছেন কেমন ভয়ংকর এই জলপ্রপাত। আচ্ছা এই জলপ্রপাতের উপরে অর্থাৎ যেখান থেকে পানি গড়িয়ে পরছে সেখানে গোছল করার অনুভূতি কেমন রোমাঞ্চকর হবে বলেন দেখি?


ছবি দেখেই কিন্তু আমার গা শিউরে উঠছে। এই জলপ্রপাতের একদম কিনারা ধরে মানুষজন আবার গোছলে করে। এখানে পানি জমে ছোটখাট একটা জলাশয় তৈরি করেছে যার কিনারা একদম পানিয়ে গড়িয়ে পরার কিনারা পর্যন্ত। এই জলাশয়ের নাম "শয়তানের জলাশয়" অসাবধানতার কারনে একটু একদিক ওদিক হলেই আপনি যে নির্ঘাত মৃত্যুর কোলে ঢোলে পরবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

এবার তাহলে এই রোমাঞ্চ প্রিয় লোকদের এই শয়তানের জলাশয়ে গোছল করার কিছু ছবি দেখে নেই,


আসিলেই কলিজা আছে যারা এখানে গোছল করতে যায়। তা না হলে এরকম মৃত্যুর কাছাকাছি থেকে কেইবা গোছল করতে চাবে বলুন? আমার অন্তত্য স্বাদ নেই আপনার ইচ্ছা জাগলে কিন্তু ঘুরে আসতে পারেন এই শয়তানের জলাশয় থেকে সাথে দেখাও হয়ে যাবে বিশ্বের ভয়ংকর এক জলপ্রপাত।

এবার তাহলে এই জলপ্রপাতে গোছলের একটা ভিডিও দেখে নেওয়া যাক, তাহলে হয়ত আরো বেশি অনুভব করা যাবে এইখানে পরিস্থিতি কেমন!!


http://vimeo.com/92307509/download?t=1397844975&v=245433636&s=176c32e8af0f92ebf168d72e70bdb12e

নাহ!!! মন চাচ্ছে একবার যেয়ে এই রোমাঞ্চের অনুভূতি নিতে। আল্লাহ যদি চায় তাহলে একবার যাবই। এই পৃথিবীতে কতই না অদ্ভূদ জায়গা আছে। কতটাই বা আমরা দেখেছি?

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info