একবার হলেও আপনাকে ভাবাবে ।। Although Once You'll Think

ছবি গুলি সারা বিশ্বের, কোন এক জায়গার ছবি নয় এই গুলি, কিন্তু একটি মাত্র উৎসের ছবি এগুলি, আর ছবি গুলির আছে একটি মাত্র উদ্দেশ্য।

এই ছবি গুলির উদ্দেশ্য আপনাদের সামনে আপনাদের বাসস্থানকে তুলে ধরা। আপনাদের দেখানো আপনারা কেমন যথেচ্ছা ব্যাবহার করছেন আপনাদের এক মাত্র বাসস্থানকে।

বর্তমানে পৃথিবীর জনসংখ্যা ৭.৩ বিলিয়ন, কিন্তু এই সংখ্যা কিন্তু এখানেই থেমে নেই, তা কিন্তু ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। আগামী ৬৪ বছরে এই জনসংখ্যা হয়ে যাবে ১৫ বিলিয়নের কাছাকাছি...


ভয়ংকর হলেও সত্য, জনসংখ্যার এই বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে আরো বেশি আবর্জনা তৈরিতে...


কিন্তু আমরা এত আবর্জনার করব কি???


আমরা যদি নিজেরাই দ্বায়িত্যশীল না হয়ে উঠি, তাহলে আমাদের দ্বায়িত্য গুলি নিবে কে???


এটা আমাদের দ্বায়িত্য যে আমরা নিজেদের বাস ভূমিকে নিজেদের স্বার্থেই রক্ষা করব...


১৯৬৭ সালে দৈনিক ২.৭ পাউন্ড আবর্জনা তৈরি করতাম...


বর্তমানে যার পরিমান ৪.৩ পাউন্ড...


আপনি যদি আপনার পানিয় পানি বিশুদ্ধ রাখতে এবং সবাইকে সুস্থ রাখতে চান তাহলে...


আমাদের আরো দৃঢ় ভাবে কাজ করতে হবে...




যথা সম্ভব নিজের বাস ভূমিকে বাঁচাতে সচেষ্ট হোন...


আপনার বাসস্থান আপনি রক্ষা না করলে কে করবে?


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

২টি মন্তব্য:

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info