তৃষ্ণা পেলে কি করেন? নিশ্চই গ্লাস ভরে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে ফেলেন। কিন্তু আপনি যে পানিটা খেলেন সেটা কি বিশুদ্ধ ছিলো? আপনার পানীয় জল যদি বিশুদ্ধ না হয়, তাহলে কিন্তু নিশ্চিৎ জেনে রাখেন সেখানে কেউ বাসা বানিয়েছে। ভাবছেন কারা এরা? এদের আমরা বলি জীবাণু। জীবাণুদের নাম তো আপনারা শুনেছেন। জীবাণুদেরও কিন্তু প্রাণ আছে। এরা রীতিমতো জীবিত।
আচ্ছা এই জীবাণুদের কি খালি চোখে দেখা যায়? উত্তর হচ্ছে, 'না'। আপনি কিছুতেই ওদেরকে খালি চোখে দেখতে পারবেন না। এদের দেখতে মাইক্রোস্কোপ প্রয়োজন। জীবাণুরা যদি বড় হয় তবে কেমন হবে? তারা দেখতে কিন্তু বেশ সুন্দরও হতে পারে। তাহলে এই সুন্দর সুন্দর জীবাণু গুলোর ছবিও তো দেখা উচিত, তাই নয় কি? আপনাদের জন্য বেশকিছু সুন্দর চেহারার জীবাণুর ছবি নিয়ে এবারে থাকছে একটা ফটোফিচার।
আচ্ছা এই জীবাণুদের কি খালি চোখে দেখা যায়? উত্তর হচ্ছে, 'না'। আপনি কিছুতেই ওদেরকে খালি চোখে দেখতে পারবেন না। এদের দেখতে মাইক্রোস্কোপ প্রয়োজন। জীবাণুরা যদি বড় হয় তবে কেমন হবে? তারা দেখতে কিন্তু বেশ সুন্দরও হতে পারে। তাহলে এই সুন্দর সুন্দর জীবাণু গুলোর ছবিও তো দেখা উচিত, তাই নয় কি? আপনাদের জন্য বেশকিছু সুন্দর চেহারার জীবাণুর ছবি নিয়ে এবারে থাকছে একটা ফটোফিচার।
জীবাণুরা দেখতে সুন্দর হলেও এরা কিন্তু শরীরের জন্য মোটেও উপকারী নয়। আমাদের যে বিভিন্ন পানিবাহিত রোগ হয়, এই যেমন ধরো ডায়রিয়া, আমাশয় এগুলো জন্যে কিন্তু এই সুদর্শন! জীবাণু গুলোই দায়ী।
কিছু জীবাণু আছে দেখতে খানিকটা ফুলের মতো, আবার কিছু কিছু জীবাণুর রীতিমতো হাত-পাও আছে। কেউ কেউ আবার যেনো একেবারে ঠিক খুদে চিংড়ি মাছ। কেউ পানিতে ভেসে থাকে, কেউবা আবার ডুবে থাকে। তাই পানি পানের সময় সাবধান। কারণ আপনি কিন্তু এদেরকেই খাচ্ছেন, সুযোগে এরাই আপনার পেটে ঢুকে পড়ছে!
সুন্দর এই জীবাণু গুলোকে কিন্তু আপনারা আবার এলিয়েন ভেবে বসেন না! এরা বাস করে আমাদের চারপাশেই। অবশ্য এক হিসেবে এদেরকে এলিয়েনও বলতে পারো, কারণ আমরা তো এখনো জানি না এলিয়েন কারা, আর তারা কোথায় থাকে। কে জানে একদিন হয়তো বিজ্ঞানীরাই বলে বসবেন, পানিতে কারা এরা! এলিয়েন নয়তো?
লেখকঃ মিন্টু হোসেন।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
কিছু জীবাণু আছে দেখতে খানিকটা ফুলের মতো, আবার কিছু কিছু জীবাণুর রীতিমতো হাত-পাও আছে। কেউ কেউ আবার যেনো একেবারে ঠিক খুদে চিংড়ি মাছ। কেউ পানিতে ভেসে থাকে, কেউবা আবার ডুবে থাকে। তাই পানি পানের সময় সাবধান। কারণ আপনি কিন্তু এদেরকেই খাচ্ছেন, সুযোগে এরাই আপনার পেটে ঢুকে পড়ছে!
সুন্দর এই জীবাণু গুলোকে কিন্তু আপনারা আবার এলিয়েন ভেবে বসেন না! এরা বাস করে আমাদের চারপাশেই। অবশ্য এক হিসেবে এদেরকে এলিয়েনও বলতে পারো, কারণ আমরা তো এখনো জানি না এলিয়েন কারা, আর তারা কোথায় থাকে। কে জানে একদিন হয়তো বিজ্ঞানীরাই বলে বসবেন, পানিতে কারা এরা! এলিয়েন নয়তো?
লেখকঃ মিন্টু হোসেন।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন