আপনাদের "উড়ন্ত মাছের" কথা মনে আছে? যে মাছ পানি ছেড়ে বেড়িয়ে আসে বাতাসে আর উড়তে থাকে। আচ্ছা উড়ন্ত মাছের কথা বাদ দেন আপনারা সকলেই তো "শাপলা মাছ" (Stingray) চিনেন। বিশাল পাতার আকৃতির হয় এই মাছ, কিন্তু বেশ লাজুক প্রকৃতির হয়। সমুদ্র বা নদী নালার একদম নিচে মাটির সাথে গাঁ এলিয়ে দিয়েই জীবনের বেশীর ভাগ সময় কাটিয়ে দেয় এরা। আচ্ছা আমি যদি বলে এই শাপলা মাছও পানি থেকে লাফ দিয়ে বেড়িয়ে উড়ার চেষ্টা করে!! কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবার কথাও না। কেননা এই শাপলা মাছকে আজ পর্যন্ত কেউ এরকম করতে দেখেছেন বলে মনে হয় না। কিন্তু সম্প্রতি National Geographic এই শাপলা মাছ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে প্রায় ১০,০০০ এর অধিক শাপলা মাছ এক হয়ে সাঁতার কাটছে আর মাঝে মাঝে কিছু কিছু মাছ পানি থেকে লাফ দিয়ে বের হয়ে আবার বাতাসেও উড়ার চেষ্টা করছে। সব থেকে অবাক করার বিষয় হল তারা যে কেন এরকম এক সাথে হল আর কেনই বা এরকম আচারন করল তা কেউই জানে না।
এবার চলুন দেখে নেই National Geographic এর ধারন করা সেই ভিডিওটি,
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।