উড়ন্ত শাপলা মাছ ।। Flying Stingray


আপনাদের "উড়ন্ত মাছের" কথা মনে আছে? যে মাছ পানি ছেড়ে বেড়িয়ে আসে বাতাসে আর উড়তে থাকে। আচ্ছা উড়ন্ত মাছের কথা বাদ দেন আপনারা সকলেই তো "শাপলা মাছ" (Stingray) চিনেন। বিশাল পাতার আকৃতির হয় এই মাছ, কিন্তু বেশ লাজুক প্রকৃতির হয়। সমুদ্র বা নদী নালার একদম নিচে মাটির সাথে গাঁ এলিয়ে দিয়েই জীবনের বেশীর ভাগ সময় কাটিয়ে দেয় এরা। আচ্ছা আমি যদি বলে এই শাপলা মাছও পানি থেকে লাফ দিয়ে বেড়িয়ে উড়ার চেষ্টা করে!! কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবার কথাও না। কেননা এই শাপলা মাছকে আজ পর্যন্ত কেউ এরকম করতে দেখেছেন বলে মনে হয় না। কিন্তু সম্প্রতি National Geographic এই শাপলা মাছ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে প্রায় ১০,০০০ এর অধিক শাপলা মাছ এক হয়ে সাঁতার কাটছে আর মাঝে মাঝে কিছু কিছু মাছ পানি থেকে লাফ দিয়ে বের হয়ে আবার বাতাসেও উড়ার চেষ্টা করছে। সব থেকে অবাক করার বিষয় হল তারা যে কেন এরকম এক সাথে হল আর কেনই বা এরকম আচারন করল তা কেউই জানে না।

hybridknowledge.info hybridknowledge.info

এবার চলুন দেখে নেই National Geographic এর ধারন করা সেই ভিডিওটি,


ssyoutube.com/watch?v=74mdJUaRNaA

ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।