"প্লাদে গুল পিউরি" সমুদ্রহীন সৈকত


"প্লাদে গুল পিউরি" (Playa De Gulpiyuri) সমুদ্রহীন সৈকত কথা টা শুনে নিশ্চই অনেকে ভাবছেন সৈকত আবার সমুদ্র ছাড়া হয় নাকি। তা ঠিক বলেছেন, কিন্তু আমি যদি বলি এই সৈকতের ৩০০ ফিট দূরত্বের ধারে কাছে কোন সমুদ্র না থাকলেও আছে স্রোত, আছে জোয়ার ভাটা আবার অন্যান্য সমুদ্র সৈকতের মত আছে বালি আর পাথরে নুড়ি বিছানো পাড়। কি বিশ্বাস হচ্ছে না?


থাক আর রহস্য তৈরি না করে এবার চলুন জেনে নেই এই সমুদ্রহীন সৈকতের সম্পর্কে কিছু তথ্য, এই সৈকতের অবস্থান স্পেনের উত্তরে অবস্থিত "লেয়ানেইস" (Llanes) শহলে। এই সৈকতের মূল আকর্ষন হল, আশে পাশে কোন সমুদ্র না থাকা সত্ত্বেও সৈকতের মত। চারিপাশ পাহাড় দিয়ে ঘেড়া এই সৈকত।


এই সমুদ্রহীন সৈকতের অবস্থান "বিস্কাই" (Biscay) সৈকত হতে ৩০০ ফুট দূরত্ত্বে। আচ্ছা অনেকেউ ভাবছেন এই ৩০০ ফুট দুরত্ত্বে থেকেও কিভাবে এই "প্লাদে গুল পিউরি" সৈকতের পানিতে জোয়াড় ভাটা হয়, আসলে এর রহস্য এখনো সঠিক ভাবে জানা না গেলেও ধারনা করা হয় পাহাড়ের মধ্য দিয়ে কোন গোপন সুরঙ্গ দিয়ে এখানকার পানির সাথে সমুদ্রের পানির সাথ কোন সংযোগ রয়েছে। অবশ্য এখন পর্যন্ত সঠিক কোন সুরঙ্গ পথ খুঁজে পাওয়া যায় নাই।

এই সৈকতে আসলে হয়ত আপনি কোন সমুদ্র দেখতে পাবেন না কিন্তু একদম নিশ্চিত থাকেন আপনি সমুদ্রের নোনা পানিতেই গোছল করবেন। আপাতত তো আর গোছল করা যাচ্ছে না তাহলে চলুন দেখে নেই এই সমুদ্রহীন সৈকতের কিছু ছবি,


আচ্ছা এবার তাহলে একটু গুগলের মানচিত্র থেকে দেখে নেওয়া যাক এই সৈকতের ছবি,



লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info