অবিশ্বাস্য সমুদ্রের নিচের নদী


আচ্ছা নদী চিনেন? কি পাগলের মত প্রশ্ন করছি নদী মাতৃক বাংলাদেশে নদী চেনে না এমন কেউ কি আছে? মনে হয় নেই। নদী বলতে আমরা যা বুঝি তা হল, ভূমি চিড়ে বয়ে চলা মিষ্টি পানির ধারা যার উৎপত্তি কোন এক হিমালয়ের বরফ গলা পানির ধারা থেকে আর যা শেষ হয়েছে নোনা পানির সমুদ্রের সাথে মিলিত হয়ে।

কিন্তু আজ আপনাদের এমন এক নদীর সাথে পরিচয় করিয়ে দিব যে নদীকে দেখতে হলে আপনাকে যেতে হবে সমুদ্রের নিচে। আর এই নদীর উপর দিয়ে বয়ে চলেছে নোনা পানির সমুদ্র। কি অবাক হচ্ছেন? অবাক হওয়াটাই স্বাভাবিক। তাহলে চলুন এবার জেনে নেই এই অবিশ্বাস্য সমুদ্রের নিচের নদী সম্পর্কে।


এই নদীর আবাস স্থান মেক্সিকোতে। ফটোগ্রাফার "এনাটলি বেলাশিন" (Anatoly Beloshchin) প্রথম এই নদীর ছবি তোলেন। এই নদী মেক্সিকোর Cenote Angelita তে, যা মেক্সিকোর পূর্ব সমুদ্র সৈকত Yucatan Peninsula তে অবস্থিত।

এখন আরেকটু মজার তথ্য দেই। আচ্ছা আপনার কি মনে হয় সত্যি সত্যি এরকম নোনা পানির সমুদ্রের নিচে কোন নদী আছে? নাকি এটা অন্য কোন কিছু? আচ্ছা তাহলে খুলে বলি এই নদীর আসল রহস্য।


পানির নিচে যে নদীর ছবি এনাটলি বেলাশিন তুলে এনেছেন তা আসলে খুবই নিখুত চোখের ভুল। এখন একটু বিস্তারিত বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে।

আমি আগেই বলেছি প্রতিটি নদীর শেষ হয় সমুদ্রের সাথে মিলে। আর নদীর মিষ্টি পানি আর নোনা পানি কিন্তু কোন না কোন এক জায়গায় মিলে যায়। ঠিক এরকম একটা জায়গায় এই নদীর অবস্থান। মানে যেখানে  সমুদ্রের নোনা পানির সাথে নদী দিয়ে বয়ে আসা মিষ্টি পানির মিলন ঘটেছে। আর এইখানেই ৩০ মিটার পানির গভীরে লুকিয়ে আছে একটা রহস্য। আর তা হল এখানে পাওয়া যায় হাইড্রোজেন সালফাইড। আর এই হাইড্রোজেন সালফাইডের সাথে পানির রাসায়নিক ক্রিয়ার কারনে তৈরি হয় কুয়াশা। যা এমন একটা পরিবেশ সৃষ্টি করে মনে হয় যেন পানির নিচ থেকে বয়ে চলেছে অন্য আরেক কোন জলাশয়। আর মিষ্টি পানির রহস্য হচ্ছে নিচের পাথরের মাঝ দিয়ে বয়ে চলা নদীর পানির ক্ষর স্রোতার কারনে বেশ কিছুটা এলাকা জুড়ে এই নোনা পানি আর মিষ্টি পানির মধ্যে পার্থক্য থাকে কিন্তু অবশেষে এই মিষ্টি পানি পরিনত হয় সমুদ্রের নোনা পানিতে।

আসুন তাহলে এবার দেখে নেওয়া যাক এনাটলি বেলাশিনের তুলে আনা মনোমুগ্ধকর সমুদ্রের নিচের এই নদীরে আরো কিছু ছবি,


লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info