ছবিটি দেখে যদি আপনার মনে হয়ে থাকে যে এটি কোন জাপানি কার্টুনের কোন এক চরিত্র তাহলে তা নিতান্তই ভুল ধারনা কেননা এই ছবিটি সম্পূর্ন বাস্তব এবং এক জন জলজ্যান্ত নারী।
কার্টুনের মত সুন্দরি যে নারীকে দেখতে পাচ্ছেন তার নাম, কোকো (Koko) আর বাড়ি তার চায়নায়। তাহলে ভাবছেন চাইনিজ লোকের আবার এরকম চেহারা কেন? আমরা সবাই জানি যে জাপানি এবং চাইনিজ লোকদের চোখের আকৃতি কিন্তু বেশ ছোট হয়। কিন্তু খেয়াল করেছেন যে এদের বানানো মোটামটি সব কার্টুনেই প্রতিটি চরিত্রের চোখ কিন্তু বিশাল বড় হয় স্বাভাবিকের চেয়ে বেশ বড় হয়। এরকম এক কার্টুন চরিত্রের নাম "টিনা লেপার্ড" "Tina Leopard"। যে কিনা জাপানি এক কার্টুনের বেশ বিখ্যাত চরিত্র।
আর এতটাই বিখ্যাত যে এই কার্টুন চরিত্রের মত অনেক চাইনিজ এবং জাপানি মেয়েরা পোষাক পরে। কিন্তু কোকোতো আরো কয়েক ধাপ এগিয়ে। সে প্লাষ্টিক সার্জারির মাধ্যমে নিজের চেহারাই করে নিয়েছে দূর কোন গ্রহ থেকে আসা সেই টিনা লেপার্ডের আকৃতির।
সে প্লাষ্টিক সার্জারি করিয়ে নিজের চোয়াল চিকন করেছেন আর চোখের আকার বড় করেছেন। আর চোখে লেন্স পরেছেন এরকম বড় চোখের মনি করার জন্য আর সাথে যাবতিয় সব চোখের মেকআপ যা তার চোখের এরকম রূপ দান করেছে।
প্রথম দিকে যখন তিনি তার এই ছবি গুলি নিজের ব্লগে আপলোড করেন তখন অনেকেই ভেবেছিল যে এটা ফটোশপের যাদু। কিন্তু কয়েক দিন যেতেই সবাই বুঝতে পারল না এটা প্লাষ্টিক সার্জারির যাদু এবং কোকো এর বাস্তব অস্তিত্ত্বের কথা। বর্তমানে অনেকই তাকে অনুকরন করছে। যদিও তাকে অনেকেই অনুকরন করছে তারপরেও অনেকের কাছে তাকে কুৎসিত নামটিও শুনতে হয়েছে।
যা হোক এবার আসুন তাহলে দেখে নেওয়া যাক কার্টুনের বাস্তব রূপ কোকো এর আরো কিছু ছবি,
লেখকঃ জানা অজানার পথিক।