অপরূপ সুন্দর ও বিখ্যাত ফুল ।। Exquisite & Famous Flowers

আজ আপনাদের পরিচয় করিয়ে দিব কয়েকটি অপরূপ সুন্দর ও বিখ্যাত ফুলের সাথে। যা অন্নান্য ফুল হতে নিজ বৈশিষ্টে আলাদা এক পরিচয় তুলে ধরেছে।


The Rainbow Roses: Roses for you:
রঙধনুর সাতটি রঙই বিদ্যমান এই গোলাপটিতে যার the Rainbow Roses। ২০০৫ সালে Dutch flower company-র মালিক Peter Van De Werken নতুন এই গোলাপটি উদ্ভাবন করেন। প্রাথমিক অবস্থায় তিনি কৃত্রিম রং দিয়ে এই গোলাপ উদ্ভাবন করলেও ধীরে ধীরে তিনি গাছেই ফুটাতে সক্ষম হন এই গোলাপ। প্রাথমিক অবস্থায় গোলাপের কলি ফোঁটার সময় তিনি আলাদা করে প্রতিটি পাপড়িতে রঙ দেয়া শুরু করেন। আস্তে আস্তে পাপড়ি গুলো মেলে যাওয়ার পর তা অপূর্ব রঙধনুর রঙে ফুটে উঠে।

hybridknowledge.info hybridknowledge.info


Amorphophallus Titanum:
পৃথিবীর সবচেয়ে বড় ফুলটির নাম Amorphophallus titanum। এরা titan arum নামেও পরিচিত। এদের বেশির ভাগ পাওয়া যায় সুমাত্রা দ্বীপের রেইন ফরেস্ট এবং চুনাপাথরের পাহাড়গুলিতে। ইন্দোনেশিয়ায় এই ফুলটি bunga bangkai নামেই বেশি পরিচিত। এদের আকৃতি হয় সর্বোচ্চ ৩ মিটার পর্যন্ত। এর একেকটি ফুলের ভর হয় ৫০ থেকে ৬০ কেজি। এর একটি পাপড়ি মরে গেলেও সেখানে আরেকটি নতুন পাপড়ি জন্ম নেয়। সবচেয়ে বড় কথা এই ফুল পচা মাংসের গন্ধ ছড়ায়।


রাফ্লেসিয়া ফুল (Rafflesia Flower):
এটি পৃথিবীর বৃহত্তম ফুল, এর ব্যাস ৯০ সে.মি. এবং এর গড় ওজন ১০ কেজি। এটি পাওয়া যায় মুলত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স এবং থাইল্যান্ডে। এটি দেখতে মোটামুটি হলেও এর গন্ধ পঁচা মাংসের মতো।


Osiria Rose:
সুন্দর এই গোলাপ ফুলটির নাম Osiria। লাল সাদা রঙের এই গোলাপটি উদ্ভাবন করেছিলেন জার্মানির Reimer Kordes ১৯৭৮ সালে। অত্যন্ত সুগন্ধি এই গোলাপ ফুলের বৈশিষ্ট্য এর একেকটি পাপড়ির দৈর্ঘ্য ৩ থেকে ৪ ইঞ্চি। দামও কমনা! একেকটি গোলাপের দাম ১৭.৯৫ মার্কিন ডলার।

লেখকঃ মামুনুর রশিদ এবং রাজিব হুমায়ুন তন্ময়।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

২টি মন্তব্য:

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।