জার্মানির এমবার্গ (Amberg) শহরের Eh Hausl অথবা The Wedding নামের বাড়িটি পৃথিবীর সব থেকে ছোট পাঁচ তারকা মানের হোটেল। এই হোটেল মাত্র ৫৩ স্কয়ার মিটার এলাকা জুড়ে অবস্থিত। আসুন আজ পৃথিবীর সব থেকে ছোট এই পাঁচ তারকা হোটেল সম্পর্কে কিছু তথ্য জেনে নেই।
এই পাঁচ তারকা হোটেলের সামনের দিক বাদে চারপাশ যেন উচু বিল্ডিং চেপে ধরে রেখেছে। আর বাইরের থেকে দেখলে আপনার মোটেও পছন্দো হবে না। এখন আপনারা নিশ্চই ভাবছেন পাঁচ তারকা হোটেল গুলি কত সুন্দর হয় আর কত বড়, যে হোটেলের চারিপাশ বদ্ধো তা কি ভাবে পাঁচ তারকা হোটেলের মর্যাদা পেল? ছোট হয়েছে তো কি হয়ছে, কথায় আছে না ছোট মরিচে ঝাল বেশি। দেখতে ছোট হলেও অন্য কোন পাঁচ তারকা হোটেলের থেকে এটি কোন অংশে কম না।
এক দিনের জন্য এই Eh Hausl হোটেলে থাকতে আপনাকে খরচ করতে হবে ২৪০ ইউরো, আর এখানে শুধু মাত্র একজন ব্যাক্তি তার সঙ্গিনীকে নিয়ে থাকতে পারবেন, এর বেশি লোক এখানে থাকা নিষেধ।
জার্মানি ভাষায় Eh Hausl যার ইংরেজি অর্থ The Wedding House, এরকম অদ্ভুদ নাম দেখে নিশ্চই ভাবছেন পাঁচ তারকা হোটেলের আর এরকম নাম কেন? এর পিছে আছে ছোট্ট একটা ইতিহাস। ১৭০০ শতকের দিকে জার্মানির এমবার্গ শহরে একটা আইন চালু ছিল। যাদের সেখানে বাড়ি আছে শুধু মাত্র তারাই বিয়া করার অনুমতি পাবে। এ কারনে সেখানে ছোট ছোট করে বাড়ি তৈরি করা হয়, যা কম দামে কেনা সম্ভব আর বাড়ি মানেই বিয়া একারনেই এর নাম করন করা হয় Eh Hausl অথবা The Wedding House। আর ১৭২৮ সালে এরকম একটি বাড়িকে বানানো হয় হোটেল যা বর্তমানে বিশ্বের সব থেকে ছোট পাঁচ তারকা মানের হোটেল। আর হোটেলেন নাম ইতিহাসের সাথে মিলিয়ে রাখা হয় The Wedding House।
লেখকঃ জানা অজানার পথিকঃ