"উড়ন্ত মাছ" মহাসাগরে বসবাসরত এক অদ্ভুদ মাছের গল্প শোনাবো আপনাদের। মাছটির যে কারনে অন্য সকল মাছ হতে নিজেকে আলাদা করে তুলেছে তা হল এই মাছের উড়বার ক্ষমতা।
মাছটির বসবাস মহাসাগরে হলেও সব জায়গায় এটির দেখা মিলবে না। এটি দেখা যায় শুধু মাত্র ক্রান্তীয় এবং প্রায় ক্রান্তীয় উষ্ণ জলে দেখা মিলে এই মাছের।
তাদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তাদের পেটের দিকে অবস্থিত পাখনা, যা অস্বাভাবিক বড়। এটি অন্য মাছেরও আছে কিন্তু অন্য কোন মাছের পাখনা এত বড় হয় না। এটা তাদের পানি থেকে বেরিয়ে আসতেসহায়তা করে যাতে তারা শিকারি মাছ হতে নিজেদের বাঁচাতে পারে।
মাছটি পাখার (Glides) সাহায্যে প্রায় ৫০ মিটার (১৬০ ফুট) দুরত্ত পারি দিতে সক্ষম। এটি উড়ন্ত অবস্থায় পিছনের লেজটি সেকেন্ডে ৭০ বার ডানে বামে নড়াতে থাকে যা প্রপেলরের কাজ করে মাছটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। মাছটি যখন তার পিছনের লেজ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন সে তার বুকের পাখা ছড়িয়ে দেয় এবং পাখা দুটি সামান্য ঊর্ধ্বাভিমুখী করে রাখে, যা মাছটিকে উপরের দিকে যেতে সহায়তা করে।আপনারা যারা বিমান উড়ার পদ্ধতি সম্পর্কে জানের তারা সহজেই বুঝবেন মহাসমুদ্রের এই মাছ বিমান উড়ার পদ্ধতিকে হুবাহু নকল করেছে। একটু অবাক করার মত তাই না? এবার ল্যান্ড করার সময় যখন ঘনিয়ে আসে তখন এরা বুকের পাখনাকে গুটিয়ে নেয় এবং সামনের দিক দিয়ে পানিতে প্রবেশ করে, আবার উড়বার সময় এরা খুব জোরে সাঁতার কাটতে কাটতে পানির উপর দিকে চলে আসে এবং সাথে সাথে বুকের পাখা মেলে দেয়, এই ভাবে শুরু করে আবার পথ চলা।
আসুন এবার দেখে আসি এই উরন্ত মাছের কিছু ছবিঃ
মাছটির বসবাস মহাসাগরে হলেও সব জায়গায় এটির দেখা মিলবে না। এটি দেখা যায় শুধু মাত্র ক্রান্তীয় এবং প্রায় ক্রান্তীয় উষ্ণ জলে দেখা মিলে এই মাছের।
তাদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তাদের পেটের দিকে অবস্থিত পাখনা, যা অস্বাভাবিক বড়। এটি অন্য মাছেরও আছে কিন্তু অন্য কোন মাছের পাখনা এত বড় হয় না। এটা তাদের পানি থেকে বেরিয়ে আসতেসহায়তা করে যাতে তারা শিকারি মাছ হতে নিজেদের বাঁচাতে পারে।
মাছটি পাখার (Glides) সাহায্যে প্রায় ৫০ মিটার (১৬০ ফুট) দুরত্ত পারি দিতে সক্ষম। এটি উড়ন্ত অবস্থায় পিছনের লেজটি সেকেন্ডে ৭০ বার ডানে বামে নড়াতে থাকে যা প্রপেলরের কাজ করে মাছটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। মাছটি যখন তার পিছনের লেজ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন সে তার বুকের পাখা ছড়িয়ে দেয় এবং পাখা দুটি সামান্য ঊর্ধ্বাভিমুখী করে রাখে, যা মাছটিকে উপরের দিকে যেতে সহায়তা করে।আপনারা যারা বিমান উড়ার পদ্ধতি সম্পর্কে জানের তারা সহজেই বুঝবেন মহাসমুদ্রের এই মাছ বিমান উড়ার পদ্ধতিকে হুবাহু নকল করেছে। একটু অবাক করার মত তাই না? এবার ল্যান্ড করার সময় যখন ঘনিয়ে আসে তখন এরা বুকের পাখনাকে গুটিয়ে নেয় এবং সামনের দিক দিয়ে পানিতে প্রবেশ করে, আবার উড়বার সময় এরা খুব জোরে সাঁতার কাটতে কাটতে পানির উপর দিকে চলে আসে এবং সাথে সাথে বুকের পাখা মেলে দেয়, এই ভাবে শুরু করে আবার পথ চলা।
আসুন এবার দেখে আসি এই উরন্ত মাছের কিছু ছবিঃ
অনেকতো ছবি দেখা হল কিন্তু এই উড়ন্ত মাছের উড়ার ভিডিও না দেখলে কেমন জানি অসম্পূর্নতা থেকে যায়, তাই না? তাহলে চলুন দেখে নেই এই উড়ন্ত মাছের উড়ার সময়কার ভিডিও চিত্র।
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন