ফেসবুকে অশ্লীলতা বিস্তারকারী কিছু পেজ (৪র্থ খন্ড)


আশা করি আপনারা সকলে ভাল আছেন। আপনারা সকলে পূর্বেও দেখেছেন আমরা ফেসবুকের অশ্লীলতার বিরদ্ধে যুদ্ধ ঘোষনা করেছি। আর এজন্য আমরা একে একে এসকল এডমিন্দের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি ধারাবাহিক ভাবে।

সবার নিশ্চই "Ashiqur Rahman Akash" এর কথা আর তার বলা কিছু কথা মনে আছে। তাকে যেদিন সকলের সামনে উন্মোচন করি সেদিন সে নিজেকে বাঁচাতে দু'জনের নাম নিয়েছিল। কষ্টো করে আপনাদের মনে করা লাগবে না আমি নিচে স্ক্রিন শট দিয়ে দিচ্ছি।


এখানের সব থেকে উল্লেখ যোগ্য জায়গা গুলি আমি লাল কালি দিয়ে দেখিয়ে দিছি, তারপরেও আজ আমি যা নিয়ে আলোচনা করব তার জন্য উপরের কথা গুলার একটু অংশ আপনাদের জন্য পূনরায় প্রকাশ করলাম।

সে বলেছিল, bhai aii kam ta tumi thik korla na amer name ammne misa kotha boler tomer ki dorker chilo ha dhruvo turjo ra adult page chalai tai boila ami oder chamchami kori na bujcho attoi ami jodi oder chamchami kortam to ami aajo oder group thaktam...

এখন নিশ্চই বুঝে গেছেন আমি আজ ধ্রুব আর তুর্য সম্পর্কে বলব। না থাক আজ এদের কুকির্তি নিয়ে কোন কিছু বলব না। কেননা আমি এদের সময় দিয়েছিলাম ভাল হয়ে ফিরে আসার জন্য। কারন কি জানেন?? কারন বয়সে এরা এখনও অনেক ছোট। কিন্তু আমার দেওয়া সময় যাতে এদের সবার মনে থাকে আর আমার কথা গুলা একটু সিরিয়াসলি নেয় তাই ভাবলাম আজ এদের সাথে আপনাদের পরিচয় করিয়ে এদের বিরুদ্ধে লেখার সূচনা করি। যা হোক আমি প্রথমে কার ছবি দিব এটা নিয়ে ভাবতে ভাবতে আকাশের বলা কথায় দেখলাম আগে ধ্রুব তারপর তুর্য এর কথা উল্লেখ করছে, তাই ভাবলাম প্রথমে ধ্রুব তারপর তুর্যর ছবি দিব আসুন তাহলে দেখে নেওয়া যাক এদের চেহারা,

ধ্রুব
কি দেখলেন উপরের ছবি এটা হল ধ্রুব। এই সেই ধ্রুব যে আমার সামনে এক স্কুল পড়ুয়া ছেলেকে অশ্লীল পেজের এডমিন বানিয়ে দেয়। আর এক ছেলের সাথে তার পেজের নাম মিলে যাওয়ায় সে উক্ত ছেলের কমেন্ট ফটোশপে এডিট করে আল্লাহ বিরধী বক্তব্য দিয়ে সকলের সামনে তাকে নাস্তিক প্রমান করার চেষ্টা চালায়। যা হোক আমিতো বলেই রেখেছি আমি একে শষা ছেলার মত ছিলব। যাতে কোন দিন সালাদ খেতে না পারে, আর খেতে গেলেই যেন আমার কথা মনে পরে।
তুর্য
এটা হল সেই তুর্য যার নাম আকাশ পর্যন্ত নিয়েছে। দেখুন একে দেখে কি মনে হয়?? এর বয়স কত হবে?? এই পিচ্চি পোলা ফেসবুকে অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে। এই বয়সে এই অবস্থা না জানি বড় হল কি করব। তুর্য আপনার পালা আসবে ধ্রুবর পরে একটু কষ্টো করে অপেক্ষায় থাকুন।

আমি ছবি গুলির জন্য আমার সহযোগিদের আন্তরিক ভাবে অভিনন্দন জানাই, কেননা তাদের সহায়তা ছাড়া আমার পক্ষে এদের বিরুদ্ধে প্রমান জোগাড় করা সম্ভব হত না।

"আমি তোদের দুটাকে সাবধান করে দিলাম, আর আন্তরিক ভাবে আমি অনুরোধ করলাম, নিজেদের কুকর্ম গুলি বন্ধ কর। আমি চাই না তোদের কু-কির্তি গুলি সবার সামনে তুলে ধরতে। তোরা এখনও অনেক ছোট শুধু এই কারনে। তারপরেও তোরা যদি ঠিক না হইস তাহলে সবার সামনে তোদের নোংরা মুখটা তুলে ধরতে আমি বিন্দু মাতে সংকোচ করব না।"

আপনাদের সকলের কাছে বিনিত নিবেদন এইযে, এই সকল অশ্লীল পেজ গুলি বড় হয়েছে আমার, আপনার, আমাদের লাইক পেয়ে। আসুন এসকল পেজকে বর্জন করি, আপনার একটি লাইক এই সকল পেজকে আরও বড় করে তুলবে। আমরা সকলে এদের বর্জন করি আর আমাদের বন্ধুদের কেউ এদের বর্জন করতে উৎসাহিত করি। আমরা যদি ব্যার্থ হই তাহলে হয়ত আমাদের মধ্যে কারো বোন বা বান্ধবির ছবি দেখব কোন দিন এদের পেজে। ফেসবুক-কে ভাল আর সুন্দর করতে আমার আর আপনার প্রচেষ্টাই যথেষ্ট।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info