জাপানের বিলাসবহুল ট্রেন ।। Japan's Luxurious Train


জাপানের বিলাশবহুল যাত্রীবাহী ট্রেনের নাম 'The Seven Stars In Kyushu'। এই বিলাশ বহুল ট্রেনটি প্রথম যাত্রা শুরু করে ২০১৩ সালের অক্টোবর মাসে। এর নাম 'Kyushu' করার পিছনে বেশ বিস্তর কারন রয়েছে। Kyushu এর শাব্দিক অর্থ 'নয়টি রাজ্য' হলেও জাপানের Kyushu রাজ্যটি মূলত Fukuoka, Saga, Nagasaki, Oita, Miyazaki, Kumamoto এবং Kagoshima নামক ৭টি অঞ্চল নিয়ে গঠিত রাজ্য আর এটি জাপানের সব থেকে বড় দ্বীপ। আর এই সাতটি অঞ্চলের সাথে মিল রেখেই এর নাম করন করা হয়েছে 'The Seven Star In Kyushu'।


এই ট্রেনে করে যদি জাপানের সমৃদ্ধ এই ৭টি এলাকা আপনি ঘুরে বেড়াতে চান তাহলে আপনার জন্য রয়েছে ২টি যাত্রা পরিকল্পনা। প্রথমটি ৪ দিন এবং ৩ রাত্রিকালীন যাত্রা যা আপনাকে Kyushu এর ৭টি অঞ্চল ঘুরিয়ে দেখাবে আর একটি ২ দিন এবং ১ রাত্রিকালীন যাত্রা যা আপনাকে মূলত Kyushu এর উত্তর অঞ্চল ঘুরিয়ে দেখাবে। তবে এলাকা ঘুরে আপনি প্রাকৃতিক দৃশ্য দেখে যতটা মজা পাবেন তার থেকে বেশি মজা পাবেন ট্রেনের মধ্যেকার আরাম আয়েশের ব্যাবস্থা গুলি উপভোগ করে।


এই ট্রেনটি মুলত তৈরি করা হয়েছে বিলাসবহুল যাত্রার কথা মাথায় রেখে, তাই আপনি যদি মনে করেন যে জাপানের বুলেট ট্রেনের মত খুব দ্রুত গতীতে আপনি কোথাও পৌছে যাবেন, তাহলে সে গুড়ে বালি। ট্রেনটির ইঞ্জিন এবং বগি দুটাই তৈরি করা হয়েছে একটু পুরাতন ধাঁচে, যাতে একটু রাজকীয় ভাব থাকে। আর এর বগি গুলির জানালা অন্যান্য ট্রেনের তুলনায় বেশ বড়, যাতে খুব আরাম করে যাত্রীরা বাইরের দৃশ্য দেখতে পারে।

আপনার যদি এদের যাত্রা ব্যাবস্থা নিয়ে আরো বিস্তারিত জানতে চান বা ওদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে ঘুরে আসুন ওদের ওয়েব সাইট থেকে।


বিলাশ বহুল এই ট্রেনের টিকিট সংখ্যা কিন্তু বেশ সীমিত সংখ্যক। যদি আপনি এই ট্রেনে করে ঘুরে বেড়াতে চান তাহলে বেশ আগেই টিকিট বুকিং দিতে হবে আর খরচাটা যে একটু বেশি হবে তা না বললেও আশা করি বুঝে গেছেন ইতি মধ্যে। তবে যদি কোন কারনে এই ট্রেনের টিকিট জোগার না করতে পারেন আর যদি চান কম খরচে জাপানের এই এলাকা গুলি ঘুরে দেখবেন তাহলে আপনার জন্য সব থেকে ভাল ব্যাবস্থা হচ্ছে 'রেল পাস' কিনে ফেলা।

এবার চলুন দেখে আসি এই বিলাশ বহুল ট্রেনের ভিতরের কিছু ছবি যা আপনাকে একটু হলেও বুঝিয়ে দিবে কেমন বিলাসবহুল এই ট্রেন,


কি ছবি দেখে কি বুঝলেন কেমন? চলুন এবার এই ট্রেন তৈরিকালীন সময় থেকে এর যাত্রকালীন এবং এর বিলাস বহুল যাত্রা নিয়ে বানানো ছোট একটি ভিডিও দেখে নেই,


Download

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info