পূর্বের পর্বঃ উদ্ভট রূপ চর্চা (২য় পর্ব)
মেয়েরা নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য কত কিছুই না করে। বিউটি পার্লারের মালিকদের করেছে কোটিপতি আর অর্থের উৎসকে করেছে ফুটোপতি এই মেয়েরা। নিত্য নতুন রূপ চর্চার পদ্ধতি আবিস্কার হচ্ছে, আর তা ব্যাবহার করে নিজেদের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে তারা কি না করছে। আজ আপনাদের পরিচয় করিয়ে দিব কিছু রূপ চর্চার মাধ্যমের সাথে। যে গুলি সম্পর্কে জানলে আপনি হতবাক না হয়ে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক।
শূকরের গর্ভের ফুলঃ
আপনার কি তৃষ্ণা লেগেছে? আচ্ছা এক গ্লাস শুকরের গর্ভের ফুল পান করার জন্য কেমন হবে? এটি পরিপূর্ন ভিটামিন, মিনারেল সহ বিভিন্ন ধরনের নিউট্রিসনে, যা নির্দিধায় চেহারার উজ্জ্বলতা বৃদ্ধিতে কাজ করবে। জাপানিরা কিন্তু নিজেদের চেহারার উজ্জ্বলা বৃদ্ধিতে এই ঘন এবং থকথকে পানিয় পান পান করে।
ষাড়ের শুক্রানুর কন্ডিশনারঃ
টিভিতে দেখানো শ্যাম্পুর বিজ্ঞাপনের মডেলের মত ঘন কালো আর উজ্জ্বল চুল চান? ক্যামিকাল যুক্ত কোন শ্যাম্পু বা কন্ডিশনার ব্যাবহার না করতে চাইলে আপনার জন্য সব থেকে উৎকৃষ্ট উপায় হচ্ছে ষাড়ের শুক্রানু। এই শুক্রানু আপনার চুলে ব্যাবহার করলে আপনার স্বপ্নে দেখা চুল পেতে পারেন। যা আপনার চুলকে যেমন দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করবে তেমনি আপনার চুলের উজ্জ্বলতাও বৃদ্ধি করবে। আপনি যদি আমেরিকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই শুক্রানু জোগাড় করতে আপনাকে কোন গোয়ালে যেয়ে ধন্যা দেওয়া লাগবে না বরং আপনার বাড়ির পাশের পার্লারে খোঁজ নিয়ে দেখুন, মোটামটি ৮৫ মার্কিন ডলারে পেয়ে যেতে পারেন ষাড়ের শুক্রানু।
এবার মেখে দেখুনঃ
শুকরের গর্ভের ফুলের পানীয় পান করে যদি আপনার ফলাফল পেতে দেরি হয় বা মন মত ফলাফল না পান তাহলে এবার সময় এসেছে এই ঘন পানীয় না খেয়ে এবার মেখে দেখুন। হলিউডের বিখ্যাত গায়িকা ম্যাডোনা, জেনিফার লোপেজ এবং ইভা লঙ্গোরিয়া এই পানীয় নিয়মিত ত্বকে ব্যাবহার করে যাতে তারা দেখতে তাদের মূল বয়সের তুলনায় কম লাগে।
পিপড়া দিয়ে শরীর ধৌত করাঃ
ফরমিক এসিড কিন্তু খুবই কার্যকরি সৌন্দর্য বর্ধক। এই ফরমিক এসিড চেহারার তৈলাক্তভাব দূর করে এবং দেহের মেটাবলিজম বৃদ্ধি করে। এখন প্রশ্ন হচ্ছে এই ফরমিক এসিড পাবেন কিভাবে? খুব বেশি কিছু করা লাগবে না আপনার, শুধু পিপড়াকে দেহে মাখলেই হবে। পিপড়া কামড় দিলে, কামড়ের জায়গায় ভীষণ জ্বলে, আর এই জ্বলার কারন হচ্ছে পিপড়ার কামড়ের সাথে নির্গত ফরমিক এসিড। তাই এর থেকে ভাল উৎস আর হয় না। কিছু কিছু কম্পানি তাদের শরীর ধৌত করার ক্লিমে এই পিপড়া সরাসরি ব্যাবহার করে। পিপড়াগুলির দেহ এতটাই নিখুঁত ভাবে চূর্ন করা থাকে যে তা দেখে পিপড়ার দেহের অস্তিত্ব বোঝার উপায় নেই।
পাখির মল দিয়ে ফেসিয়ালঃ
আপনি তুলতুলে শরীর আর উজ্জ্বল চকচকে সাদা চামড়ার জন্য কত দূর যেতে রাজি আছেন? আপনার কথা আমার জানা নেই কিন্তু জাপানের কিছু কিছু মহিলা রূপ চর্চার জন্য পাখির মল দিয়ে নিয়মিত ফেসিয়াল করে থাকেন। আর এই ফেসিয়ালের নাম "uguisu no fun"। পাখির মল শুকিয়ে এক ধরনের সাদা পাউডার তৈরি করা হয়, পরে এই সাদা পাউডারের সাথে পানি মিশিয়ে পেষ্ট তৈরি করা হয় তারপর এটি ব্যাবহার করা হয়। শুনতে যতটা খারাপ বাস্তবে ততটা খারাপ না।
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন