কবুতর নামটির সাথে কে না পরিচিত। আদি কালে যোগাযোগ ব্যাবস্থায় এদের অবদান এড়িয়ে যাবার কোন উপায় নেই। কেননা তখন দুরের খবর এরা বয়ে নিয়ে আসত পায়ে বেঁধে। এমন কি আমাদের ইসলাম ধর্মেও আছে কবুতরের কথা। কি মনে পরছেনা! মহা প্রাবনের কথা নিশ্চই মনে আছে। হযরত নূহ (আঃ) এর সময় এই মহাপ্রাবন হয়েছিল এবং মহা প্লাবন শেষে যখন তিনি একটি কবুতরকে ছেড়ে দেন তখন সেটি একটি গাছের ছোট একটি ডাল নিয়ে এসেছিল। এখন নিশ্চই মনে পরেছে। এই কবুতর দেখতে যেমন অনেক সুন্দর ঠিক তেমনি আমাদের এই ধরনিতে আছে এর কয়েকটা প্রজাতি। আমরা সকল প্রজাতি সম্পর্কে জানার চেষ্টা করব কিন্তু তার আগে NPA সম্পর্কে জেনে নেই।
National Pigeon Association (NPA) একটি কবুতর ক্লাব যা ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। গৃহপালিত প্রায় সকল প্রকার কবুতরকে চিহ্নিতকরন সহ তাদের সম্পর্কে তথ্য সংরক্ষনসহ তাদের সম্পর্কে সকলকে জানতে এবং সকলকে কবুতার পালতে উতসাহিত করাই এর প্রধান কাজ। NPA প্রতিবছর আমেরিকার কবুতর প্রদর্শনির একটি আয়োজন করে থাকে। এই অনুষ্ঠানে প্রায় ২০০ এর উপর পাখির প্রজাতি প্রদর্শনের ব্যাবস্থা করা হয় যা সংখ্যায় প্রায় ৯০০০ এর মত। গত বছর এটি অনুষ্ঠিত হয় সল্ট লেক শহরে। এখানে মোট ৩৭২১ জন তাদের পাখি প্রদর্শন করতে এসেছিল। এরা সকলে মিলে আমেরিকা এবং ক্যানাডা মিলে মোট ২৭১ টি অনুষ্ঠান করেছিল।
এখন চলুন NPA এর সংরক্ষনে থাকা ৩০ টি প্রজাতির কবুতরের ছবি দেখে আসি। আর হ্যাঁ কবুতরের নাম গুলি ইংলিশে দিলাম কেননা এর সব গুলির বাংলা মানে আমার জানা নেই, কারো জানা থাকলে অবশ্যই জানাবেন।
এখন চলুন NPA এর সংরক্ষনে থাকা ৩০ টি প্রজাতির কবুতরের ছবি দেখে আসি। আর হ্যাঁ কবুতরের নাম গুলি ইংলিশে দিলাম কেননা এর সব গুলির বাংলা মানে আমার জানা নেই, কারো জানা থাকলে অবশ্যই জানাবেন।
Pomeranian Dutysh
|
West of England Tumbler |
Chinese Seagull |
The Indian fan tailed pigeon |
Champion Pigeon |
Jacobin |
Bukhara Trumpeter |
Veerohvost |
Muffed ELF |
Saxon Dutysh |
Budapest Korotkoklyuvy Thurman |
Carrier |
German Trumpeter |
Komoner Tumbler |
Bohemian Fairy Swallow |
Maltese |
Swiss Mondaine |
Persian Roller |
Cauchois |
Chmalkaldnener Mohrenkopf |
Show King |
Gros Mondain |
Modena |
Monk |
Nun |
Saint |
Scandaroon |
Dwarf Dutysh |
Pigmy Pouter |
Curly |
nice
উত্তরমুছুনa gulo Bangladesh a paoya jabe ki ?
উত্তরমুছুনMd.abdur rafique -
01721730253
মোটামুটি সব গুলাই পাওয়া যায়... একটু খুঁজতে হবে...
মুছুনভাই চিলা চুইঠাল আছে কারও কাছে
উত্তরমুছুনঅনলাইনের বাজার গুলি ঘুরে দেখতে পারেন...
মুছুনঅন লাইন এর বাজার এর নাম টা কি!!!!!
মুছুনএকটু বলো.....
ভাই কারও কাছে পিয়র সাদা পায়ে লোম বাদে দেশি কবুতর আছে
উত্তরমুছুনদেখেন কেউ উত্তর দেয় কিনা...
মুছুন