ভয় ।। Fear


ভয় পেয়েছেন কখনো? কি বাজে একটা প্রশ্ন হয়ে গেলো তাই না! ভয় পায় না এমন লোক আছে নাকি দুনিয়ায়? ভয়ে ভয়ে একটা কথা বলবো? আমারো কিন্তু ভয় হয়। কখন জানেন? না থাক, বলবো না। শোনেন! আমাকে কিন্তু ভিতু বললে ভালো হবে না আপনারা কি ভয় পান না। আমি কি একবারো বলেছি সে কথা!

আজ কিন্তু আপনাদের সঙ্গে এই ভয় নিয়েই গল্প করবো। ভয় পেলেন নাকি? মজার ব্যাপার কি জানেন, পৃথিবীর সব মানুষই ভয় পায়। কারো ভয় হয়তো বাঘকে আবার কেউ ভয় পায় টিকটিকি। মজার, তাই না? হ্যাঁ এই মজার বিষয়টি নিয়েই আপনাদের সঙ্গে আজ খানিক গল্প করবো।

hybridknowledge.info hybridknowledge.info

ভয়কে ডাক্তারী ভাষায় "ফোবিয়া" বলে। ফোবিয়া শব্দটি এসেছে গ্রীক ভাষা থেকে। এর মানে হলো ভয় পাওয়া বা ভীত হওয়া। পৃথিবীর সব মানুষেরই কিন্তু বিভিন্ন ফোবিয়া আছে। কেউ উঁচুতে উঠতে গেলেই ভয় পেয়ে কান্নাকাটি করে আবার কেউ মাকড়সা দেখলেই ভয়ে চিৎপটাং!

এইধরনের ভয় কিন্তু মোটামুটি সবাই পায়। তবে আরো কিছু ফোবিয়া আছে যেগুলো সত্যিই অবাক করার মতো। চলেন তবে শুনি সেইসব ফোবিয়ার কথা।


অ্যাগোরাফোবিয়া (Agoraphobia):
এই ফোবিয়া হলে পরে মানুষ কোনো খোলা জায়গায় গিয়ে থাকতেই পারে না। খোলা জায়গায় গেলেই ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। দরজা বন্ধ করে ঘরের ভিতরে বসে থাকলে তবেই শান্তি।

গ্লসোফোবিয়া (Glossophobia):
সবার সামনে কথা বলতে সবাই কিন্তু পারে না। দেখা যায় কথা বলতে গেলেই কারো হাত কাঁপে, পা কাঁপে, গলা শুকিয়ে যায়। এরকম যদি কাউকে দেখো তাহলে বুঝে যাবে নিশ্চিৎ তার গ্লসোফোবিয়া হয়েছে। এই ফোবিয়া হলে মানুষের সামনে কথা বলতে গেলেই ভয় লাগে।

নসোফোবিয়া (Nosophobia):
এই বুঝি আমার কোনো অসুখ করলো, এই ভয়েই অবস্থা খারাপ হয়ে যায় নসোফোবিয়া হলে। নসোফোবিয়া যাদের হয় তাদের অসুখের ভয় করতে করতেই অসুখ হয়ে যায়।

এক্রোফোবিয়া (Acrophobia):
চুপি চুপি একটা কথা বলি আপনাদের কাছে, আমার উঁচুতে উঠতে দারুণ ভয় করে। আর এই উঁচুতে উঠতে ভয় পাওয়াটার বিষয়টিই হলো এক্রোফোবিয়া। আমাকে ভিতু বলো না কিন্তু।

ফ্যাসমোফোবিয়া (Phasmophobia):
এখন একটা মিথ্যা কথা বলি শোনেন। আমি একদমই ভুতকে ভয় পাই না। যারা ভয় পায় তাদের কি হয়েছে জানেন, ফ্যাসমো ফোবিয়া।

জ্যুফোবিয়া (Zoophobia):
মাকড়সা দেখে যার ভয় লাগে আবার বাঘ দেখেও যার ভয়; তাদের সবারই কিন্তু জ্যু ফোবিয়া হয়েছে। এটা কিন্তু সবারই হয়।

ম্যাক্রোফোবিয়া (Macrophobia):
ধৈর্য্য ধরে থাকা সবাই কিন্তু পারে না। এই ধৈর্য্যই মানুষকে নিয়ে যায় সফলতার দিকে। ম্যাক্রোফোবিয়া যাদের হয় তারা কিন্তু মোটেও ধৈর্য্য ধরতে পারে না।

ক্রোমোফোবিয়া (Chromophobia):
রঙ দেখলে কারো ভয় লাগতে পারে? এমন আজব কথা শুনেছেন কখনও? আমিও শুনিনি। কিন্তু এটাই সত্যি। ক্রোমো ফোবিয়া যাদের হয় তারা রঙ দেখলে ভয় পায়। তবে সব রঙ না। কোন কোন রঙ।

ট্রিসকাইডেকাফোবিয়া (Triskaidekaphobia):
মজার ফোবিয়া হলো এটি। কারণ কি জানো? যাদের এই ফোবিয়া হয় তারা ১৩ সংখ্যাটিকে দারুণ ভয় পায়।

কালরো ফোবিয়া (Coulrophobia):
সার্কাসের জোকার দেখলে কে মজা পায় না বলো! হ্যাঁ, পায় না শুধুমাত্র তারাই যাদের কালরোফোবিয়া আছে।

আমাথোফোবিয়া (Amathophobia):
ধূলা নিয়ে খেলতে ভালোই তো লাগে। কিন্তু আজব কথা হলো যাদের আমাথোফোবিয়া আছে তাদের কিন্তু তা মোটেও ভালো লাগে না। কারণ তারা ধূলা ভয় পায়।

পারথেনোফোবিয়া (Partheno phobia): নারীদের পুরুষের প্রতি সম্ভ্রম হারানোর ভয়।

শুনলেন তো সব ফোবিয়ার কথা। সবাইকে জানিয়ে দিতে ভুলো না কিন্তু। আর দেখেন এর মধ্যে কোন কোন ফোবিয়া আপনার আছে!

লেখকঃ শুভ।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।