সাপের অভিনয় ।। Snake Acting


আচ্ছা আপনাদের কি দুই বন্ধু আর ভাল্লুকের গল্পের কথা মনে আছে? ভাল্লুকের হাত থেকে রক্ষা পেতে এক বন্ধু গাছে উঠে গেল আর যে বন্ধুটি গাছে উঠতে পারে না সে মৃত মানুষের মত পরে রইল। অনেকের কাছে এটি কাল্পনিক মনে হলেও সত্যিকার অর্থেই কোন মাংসাশী প্রানী কোন মৃত প্রানিকে খেতে চায় না। কেননা তারা জানে বা গন্ধে তারা টের পায় যে এই মৃত প্রানির দেহে এমন কিছু জীবাণু বাসা বেঁধেছে যা হয়ত তার মৃত্যুর কারন হতে পারে।

কল্পকথা ছেড়ে এবার মূল কথায় ফেরা যাক। আজ আপনাদের এমন এক সাপের সাথে পরিচয় করিয়ে দেব যে সাপ বিপদ দেখলে এমন মৃতের অভিনয় করে যা আপনাকে অবাক করে দিবে। এই সাপের নাম 'Hognose Snake', আসলে এই শাপের নাক অনেকটা শুকরের মত তাই হয়ত এর নাম দেওয়া হয়েছে 'শুকরের নাকওয়ালা শাপ'। এই শাপ বিপদ দেখলেই প্রথমে হিসস-হিসস-হিসস করে শব্দ করে ওঠে, তবে কামড় দেয় না। আর এদের তেমন বিষ নেই। যা আছে তা দিয়ে বড়জোড় ছোট আকৃতির ব্যাঙ মারা সম্ভব কিন্তু মানুষের মত বড় আকৃতির প্রানিকে না। হিস-হিস শব্দ করেও যদি কাজ না হয় তাহলে শুরু করে দেয় অভিনয়। একদম দক্ষ অভিনেতার মত মৃতের অভিনয় করে। এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না কেমন দক্ষ অভিনেতা এই সাপ। এই সাপের অভিনয় নিয়ে তৈরি তিনটি (৩টি) ভিডিও এবার আপনাদের জন্য।


Download
Download
Download

ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

৪টি মন্তব্য:

  1. অভিনয়ের জন্য এই সাপকে নোবেল পুরুস্কার দেবার জোড় দাবি জানাচ্ছি :p

    উত্তরমুছুন
  2. jana ojanar pothik vaia ami video ti dwnld korte chai direct link touch korlei play hoy eta theke kivabe youtube link ber korbo plz bolben ki

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এখানে তিনটি ভিডিওর আলাদা আলাদা ভাবে নিচে ডাউনলোড বাটন দেওয়া আছে... সেখানে ক্লিক করলেই ডাউনলোড পেজে চলে যাবেন... :)

      মুছুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info