রাস্তায় বের হলে চোখে পরবে না, আর বাসায় থাকলে কানে পোঁ পোঁ শব্দ আসবে না এই শহরে এমন বাসা খুঁজে পাওয়া যেমন কঠিন তেমনি এই গাড়ি ছাড়া আমাদের সভ্যতার এই অগ্রগতি চিন্তা করাটাও তেমন কঠিন। আর এই গাড়ি নিয়ে মানুষের কি চিন্তা ভাবনার কোন শেষ আছে। আজ আমাদের আয়োজন এই গাড়ি নিয়ে কিন্তু একটু অন্য রকম। কিছু মানুষ তাদের নিজের কল্পনার সাথে তাল মিলিয়ে তৈরি করেছে কিছু অদ্ভূদ গাড়ি। আর এই গাড়ি নিয়ে হয়ে গেল এক বেশ জম্পেশ শোভাযাত্র। তাহলে আর দেরি কেন?? চলুন দেখে আসি এই শোভা যাত্রায় কিরূপ ভিন্ন ভিন্ন ধরনের গাড়ির আগমন ঘটে ছিল,


ছবি সংগ্রাহকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন