ডুবাইকে বলা হয়ে "City Of Gold" অর্থাৎ "সোনার শহর"। কিন্তু এই ডুবাইকে কেন বলা হয় সোনার শহর আর সোনার শহরে যাদের বসবাস তাদের বিলাসিতা কেমন? এই সব প্রশ্ন একবারের জন্য হলেও আপনার মনের মধ্যে যে উঁকি দিয়েছে তা নিশ্চয়ই। আসুন এবার এই ডুবাইয়ের কিছু ছবি দেখে নেই। আর এই গুলিতে যা দেখবেন তা শুধু মাত্র ডুবাইতেই সম্ভব।
ট্রাফিক জ্যাম |
রোবট জকি |
বিলুপ্ত প্রায় কচ্ছপ প্রজাতি নিয়ে একটু মজা |
একটা বড় গাড়ি আসলেই দরকার |
চলুন সমুদ্রে একটু সার্ফিং করে আসি |
পুলিশের গাড়ি |
পোষা বাজ পাখিটার জন্য টয়লেট থাকবে না তা কি হয় বলুন? |
সাদা সিংহ এর বাচ্ছা একটু হাঙর খাবে না? |
সোনার দাম আসলেই কমে গেছে |
ময়লা ফেলানোর ডাষ্টবিন বলে কি কুমিরের চামড়া দিয়ে ঢেকে রাখা যাবে না? |
সোনা কিনতে দোকানে কেন যাব? ATM বুথেই তো সোনার বার কিনতে পাওয়া যায় |