জাপানের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা হোন্ডা কম্পানির বানানো "ইউ৩-এক্স" (U3-X) যানটি দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না। একজন যাত্রী নিয়ে চলতে সক্ষম এই যানটি মূলত বানানো হয়েছে হাঁটতে অক্ষম ব্যাক্তিদের জন্য। তাদের চলাচল যাতে অনেকটাই স্বাভাবিক চলাচলের পর্যায়ের পরে সেই ভাবেই নকশা করা হয়েছে ইউ৩-এক্স এর। চলুন এবার দেখে নেই ইউ৩-এক্স নিয়ে বানানো ভিডিও।
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।