"যারা মানষিক ভাবে দূর্বল, তারা অনুগ্রহ করে ভিডিওটি দেখবেন না"
ঘটনাটি ঘটে ভারতে দিল্লিতে অবস্থিত "National Zoological Park" এ। আর এই মর্মান্তিক ঘটনার শিকার মানষিক ভারসাম্যহীন যুবক "মাকসুদ"।
ভিডিওটিতে দেখা যায়, কোন এক কারনে মাকসুদ অসতর্কতার কারনে বাঘের নিরাপত্তা বলয়ের মধ্যে পরে যায়, পরে যাবার পর সাদা বাঘকে দেখে মাকসুদ ভীষণ ভাবে আতংকগ্রস্ত হয়ে পরে এবং নিজের জীবন বাঁচাতে না না ভাবে বাঘের সামনে হাত নাড়াতে থাকে। মাকসুদ নিচে পরে যাবার সাথে সাথেই বাঘ তার উপর হামলে না পরে ১৫ মিনিট পর্যন্ত বাঘ তাকে পরিলক্ষন করে। এসময় বাঘ অনেক বার তার গায়ে হাত দেয় এবং গর্জন করে। কিন্তু শেষ মরন কামড় দেয় যখন উপরে থাকা লোকজন বাঘের দিকে ছোট ছোট পাথর নিক্ষেপ করতে থাকে। হয়ত পাথর নিক্ষেপের কারনে বাঘ রেগে যায়, হয়ত শিকাড় হারাবার আগেই শিকারকে কাবু করার জন্যই হামলে পরে। শেষ মরন কামড়েই মৃত্যু হয় মাকসুদের।
ভিডিওটি মোবাইল দিয়ে ধারনকৃত আর এই ঘটনাটি ঘটে ২৪/০৯/২০১৪ তারিখে,
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
:'( :'( :'( :'( :'(
উত্তরমুছুন:'(
মুছুন