জিদানের শেষ খেলার সৃতি এখন প্যারিস জাদুঘরে ।। Zidane Head Butt Immortalised at Paris Museum


জিদানকে চিনে না এমন ফুটবল প্রেমী নেই। ফুটবল খেলার এক অবিসংবাদিত নায়ক সে। ২০০৬ সালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, তার জীবনের শেষ আন্তর্জাতিক ফুটবল খেলা, এই ম্যাচে ইতালির "ম্যাটারাজি" (Marco Materazzi) কে মাথা দিয়ে গুত্তা মেরে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন। তার এই ইতিহাসকে চির স্বরনীয় করে রাখতে প্যারিস মিউজিয়ামের বাইরে স্থাপন করা হয়েছে ১৬.৭ ফুট উচ্চতার ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য। যেন চির স্বরনীয় হয়ে রইল এই বিশ্বখ্যাত ফুটবল নায়কের শেষ ম্যাচ এই ভাস্কর্যের মাধ্যমে। ভাস্কর্যটি বানিয়েছেন আর্জেন্টেনিয়ান ভাষ্কর্য শিল্পি "আদেল এবডেসমেড" (Adel Abdessemed)।

এবার চলুন তাহলে দেখে নেওয়া যাক ভাষ্কর্যের আরো কিছু ছবি,

hybridknowledge.info hybridknowledge.info


জিদানের এই গুত্তা মারার দৃশ্য না দেখলে কি হয়ে বলুন,


Download

জিদান কেন এরকম ভাবে রেগে গিয়েছিলেন তা কি জানেন? ম্যাটারাজি জিদানের বোনকে উল্লেখ করে বাজে মন্তব্য করে আর এ কারনেই জিদান এত বেশী রেগে যান। FIFA জিদানকে মাপ চাইতে বলেছিল; কিন্তু জিদান বলেন, 'Rather die than apologize', তিনি আরো বলেন, 'If you look at the fourteen red cards I had in my career, twelve of them were a result of provocation. This isn’t justification, this isn’t an excuse, but my passion, temper and blood made me react'।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।