যাত্রীবাহি ট্রেনের প্রাককালে বাস্পচালিত ট্রেন এক নতুন যুগের সূচনা করেছিল। কিন্তু পরিবেশের জন্য বিপদজনক হওয়ার কারনে এখন তা বিলুপ্ত প্রায়। কয়লা পুরিয়ে পানিকে বাস্পে পরিনত করে চলত এর ইঞ্জিন কিন্তু কয়লা পুরিয়ে যে শক্তি উতপন্ন হত তার মাত্র ৬০% ব্যাবহার যোগ্য এবং বিশাল পরিমানে কালো ধোঁয়া পরিবেশের জন্য বেশ ক্ষতিকারক হওয়ায় এখন এসব ট্রেনের বর্তমান ব্যাবহার নেই বললেই চলে। কিন্তু তারপরেও যারা এই ইঞ্জিন চালিত ট্রেনের প্রতি আলাদা আকর্ষনবোধ করে তাদের জন্য জাপান এক উতকৃষ্ট জায়গা। যদিও আজ আপনাদের যে বাস্প ইঞ্জিন চালিত ট্রেনের সাথে পরিচয় করিয়ে দিব তা অন্যান্ন ট্রেনের মত বিশাল আকার নয় বরং তা বিশ্বের সব থেকে ছোট বাস্পচালিত যাত্রীবাহি ট্রেন। ১০০ মিটার বিস্তৃত রেললাইনের উপর দিয়ে চলে এই ট্রেন। আর এই ক্ষুদ্র ট্রেনের ষ্টেশন জাপানের হাসিন রেলষ্টেশনের (Hanshin Railway) কাছে অবস্থিত। এই ছোট বাস্পচালিত ট্রেন একসাথে ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে প্রতি ঘন্টায় ৭ থেকে ১০ কিঃমিঃ গতিবেগে ছুটতে সক্ষম, শুধু মাত্র এক টুকরা কয়লাতে। বিশ্বের সব থেকে ছোট বাস্পচালিত যাত্রীবাহি ট্রেন বানানোর উদ্দ্যোক্তা সম্পর্কে খুব বেশি কিছু জানা সম্ভব হয় নাই।
আসুন এবার তাহলে বিশ্বের সব থেকে ছোট বাস্পচালিত যাত্রীবাহি ট্রেনের আরো কয়েকটি ছবি দেখে নেওয়া যাক,
চলুন এবার দেখে নেই বিশ্বের সব থেকে ছোট বাষ্পচালিত যাত্রীভি এই ট্রেনের ভিডিও,
লেখকঃ জানা অজানার পথিক।