১ম বিশ্ব যুদ্ধকালীন ত্রিমাতৃক ক্যামেরা ।। 3D Camera During 1st World War

"১ম বিশ্ব যুদ্ধকালীন ত্রিমাতৃক ক্যামেরা" এটা পড়ে নিশ্চই ভাবছেন আমি নির্ঘাত প্রলাপ বকছি। আরে 3D (ত্রিমাতৃক) ক্যামেরা না ক'দিন আগেই আবিস্কার হল? আর আমি বলছি সেই ১ম বিশ্ব যুদ্ধের কথা। যতই অবাক হন না কেন সত্যি বলছি আসলে এই ত্রিমাতৃক ক্যামেরা আমাদের কাছে যতই নতুন হোক না কেন বাস্তবে কিন্তু তা অনেক অনেক আগের সৃষ্টি। আর ১ম বিশ্ব যুদ্ধকালীন ত্রিমতৃক ক্যামেরার ছবি দেখার আগে আমি নিজেও বিশ্বাস করি নাই এর অস্তিত্ব এত আগের থেকে। তাহলে এবার বকর বকর থামিয়ে চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই সম্ভাব্য বিশ্বের সব থেকে পুরাতন এই ত্রিমাতৃক ক্যামেরার সাথে।


এই ক্যামেরা তৈরি করা হয় ফ্রান্সের আর্মিদের ছবি তোলার জন্য, আর উপরে যে ক্যামেরার ছবি দেখছেন সেটির সম্ভাব্য মালিক Richard Verascope। এই ক্যামেরার অস্তিত্ব প্রায় বিলিন হয়ে গিয়েছিল, এই ক্যামেরা যে আজো টিকে আছে তা কারো বিশ্বাস হয় নাই প্রথমবার একে দেখার পরে। কোন এক অজানা মাধ্যমে এটি ক্যানাডার অন্টারিও অঞ্চলের এক পুরাতন জিনিষ বিক্রির দোকানে চলে যায়। সেখান থেকেই এটি সংগ্রহ করা হয় সম্পূর্ন অক্ষত অবস্থায়। এমনকি এর ভিতরের নেগেটিভ থেকে বিশ্ব যুদ্ধ চলাকালিন কিছু পর্যন্ত পাওয়া যায়। চলুন এবার এই ক্যামেরায় তোলা সেই ছবি গুলি দেখে নেই,

এই ছবি গুলিও বলতে পারেন এই বিশ্বের সব থেকে পুরাতন ত্রিমাতৃক ছবি। সত্যি অবাক হবার মত, কত আগেই না তৈরি হয়েছে এই ত্রিমাতৃক ক্যামেরা আর আমরা সম্প্রতি জানলাম মাত্র।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info