আচ্ছা আমি যদি বলি আপনারা যে গীর্জা ঘরের ছবি দেখছেন তা অদৃশ্য! কি ভাবছেন? পাগলের প্রলাপ বকছি? না মোটেও না। অন্তত্য যারা বানিয়েছে আর ডিজাইন করেছেন তারা এর নাম দিয়েছেন "Transparent Church" অর্থাৎ অদৃশ্য গীর্জা। মূলত এই গীর্জা ঘর এমন ভাবে বানানো হয়েছে যে নির্দিষ্ট একটা কোন থেকে একে দেখলে মনেই হবে না এটা কোন গীর্জা। খুব সুন্দর ভাবেই আশে পাশের পরিবেশের সাথে মিলে যাবে। তাই এই গীর্জা ঘরের নাম দেওয়া হয়েছে অদৃশ্য গীর্জা।
১০ মিটার দীর্ঘ এবং ষ্টীলের তৈরি ১০০টি লেয়ার এবং ২০০টি কলাম বিশিষ্ট এই চার্চের নকশা করেছেন বেলজিয়ামের স্থাপত্যবিদ Pieterjan Gijs এবং Arnout Van Vaerenbergh।
আসুন এবার তাহলে এই গীর্জা ঘরের আরো কিছু ছবি দেখে নেওয়া যাক,
লেখকঃ জানা অজানার পথিক।