অদ্ভুত কিছু স্থাপনা (২য় খন্ড) ।। Some Strange Structures (2nd Part)

পূর্বের পর্বঃ 'অদ্ভুদ কিছু স্থাপনা (১ম খন্ড)'


The Boll Weevil Monument, Enterprise, Alabama, United States:
মার্কিন যুক্তরাষ্ট্রের Alabama প্রদেশের Enterprise শহরে অবস্থিত এই স্থাপত্যটির নাম Boll Weevil Monument। এই মূর্তিটি স্থাপন করা হয় ১৯১৯ সালে। এই মূর্তিটির বিশেষত্ব হচ্ছে একজন মহিলা তার মাথার উপর দুইহাত দিয়ে তুলে ধরেছে একটি পোকা , এই পোকাটির নাম boll weevil। এই মূর্তিটি দাঁড়িয়ে আছে একটি ঝর্ণার উপর যার উচ্চতা ৪ মিটার। যা কেনা হয়েছিলো ইতালি থেকে ১৮০০ ডলারের বিনিময়ে ১৯১৯ সালে । এর উপর পোকাটি বসানো হয় ১৯৪৯ সালে।

hybridknowledge.info hybridknowledge.info


Mustang : El Mesteno in Denver International Airport
আপনার ভ্রমণজনিত ক্লান্তি ভুলিয়ে দেবে এই ঘোড়ার ভাস্কর্যটি। পরবর্তী সময়ে আপনি যদি কোনদিন যুক্তরাষ্ট্রে যান ভুলে যাবেননা এই ঘোড়াটিকে দেখতে। ৩২ ফুট উচ্চতা বিশিষ্ট এই ঘোড়ার ভাস্কর্যটি দাঁড়িয়ে আছে Denver International Airport-এ। Zombie Horse নামে পরিচিত এই ঘোড়ার ভাস্কর্যটির অফিসিয়াল নাম Mustang। Mustang-এর স্থপতি ছিলেন মার্কিন নাগরিক Luis Jiménez। একে নির্মাণ করতে তিনি ব্যয় করেন ৩ বছর। নির্মাণের সময় Luis Jiménez ২০০৬ সালে এই ঘোড়া থেকে পড়ে প্রচণ্ড রকম আহত হয়েছিলেন। Mustang যাত্রীদের নিকট আকর্ষণের কেন্দ্রবিন্দু পরিণত হওয়ার পর Luis Jiménez ভুলে গিয়েছেন সেই আহত হওয়ার দুঃখ।


Wawona Tunnel Tree in Yosemite National Park, USA:
Yosemite National Park যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার Tuolumne, Mariposa এবং Madera কাউন্টিতে অবস্থিত। এর আয়তন প্রায় ৩১৮১ বর্গকিলোমিটার। এই পার্কের Mariposa Grove অঞ্চলে অবস্থিত একটি দৈত্যাকৃতি sequoia গাছের গুঁড়ির ভিতর দিয়ে তৈরি করা হয়েছিল এই চলাচলের পথটি। এই গাছটির নাম Wawona Tree বা Wawona Tunnel Tree। ১৮৮১ সালে দাবানলের কারণে গাছটির গুঁড়ি ক্ষতিগ্রস্থ হলে ৭৫ ডলারের বিনিময়ে সেই গর্তটিকে বড় করে ২২৭ ফুট উচ্চতা সম্পন্ন এই গাছটির মধ্যে ৯০ ফুট পরিধি সম্পন্ন চলাচলের পথটি তৈরি করা হয়। ঐ সময়েই গাছটি খুব দ্রুত জনপ্রিয়তা পেতে থাকে। পরিণত হয় ফটোগ্রাফারদের কাছে আকর্ষণীয় স্থানে । ১৯৬৯ সালে তুষার ঝড়ের কারণে এই গাছটির উপর প্রায় ২ টন তুষারপাত হলে গাছটি ভেঙ্গে পড়ে। বর্তমানে গাছটির নাম Fallen Tunnel Tree। গাছটির আনুমানিক বয়স প্রায় ২৩০০ বছর।


Okinawa Tree-House restaurant, Naha Harbor , Japan:
দক্ষিণ জাপানের Highway 58, Onoyama Park, Naha Harbor-এ অবস্থিত এই রেস্তোরাঁটির নাম Okinawa Tree-House restaurant। এই রেস্তোরাঁটি যে গাছের উপর অবস্থিত সেই গাছটি কংক্রিটের তৈরি। মাটি থেকে ২০ ফুট উপরে কংক্রিটের গাছের মাথায় অবস্থিত রেস্তোরাঁটি। রেস্তোরাঁয় উঠার জন্য ব্যবস্থা করা হয়েছে প্যাঁচানো সিঁড়ি এবং এলিভেটরের। Okinawa অঞ্চলের বিখ্যাত খাদ্য ছাড়াও এই রেস্তোরাঁয় ভোজনবিলাসীরা উপভোগ করতে পারেন কোরিয়ান, চাইনিজ, ভারতীয় এবং জাপানের অন্যান্য অঞ্চলের খাবারের স্বাদ।


গত জানুয়ারী ২৩ তারিখে লন্ডনের Trafalgar Square-এ আলো ঝলমল করে উঠেছিল একটি কৃত্রিম সূর্য। যে সূর্যের আকৃতি ৩০০০০ ফুটবলের সমান। আলো দিতে পারে ৬০০০০ বাল্ব একসাথে জ্বালালে যে আলো উৎপন্ন হয় সেই পরিমাণ আলো।যার পরিমাণ ২,১০,০০০ ওয়াট এবং কেন্দ্রের তাপমাত্রা ২০০ ডিগ্রী ফারেনহাইট। লন্ডন ভিত্তিক জুস কোম্পানী “Tropicana fruit juice” তাদের পন্যের প্রসারের জন্য বিজ্ঞাপন হিসেবে এই কৃত্রিম সূর্য স্থাপন করে। মাত্র একদিন আলো দেয়ার জন্য কৃত্রিম সূর্যটি বানাতে সময় লেগেছে ৬ মাসেরও বেশি। গত ২৩শে জানুয়ারী ভোর ৬.৫১ মিনিট হতে সন্ধ্যা ৭.৩৩ মিনিট পর্যন্ত এটি আলো ছড়িয়েছিল লন্ডনের Trafalgar Square-এ।

লেখকঃ মামুনুর রশিদ এবং রাজিব হুমায়ুন তন্ময়।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।