হাঙ্গর মাছ, সম্পর্কে কে না জানে? সমুদ্রের সব থেকে ভয়ংকর এই মাছ। সব মিলিয়ে প্রায় ৩৭০ প্রজাতির হাঙর আছে সমুদ্রে। এদের মধ্যে সবচেয়ে বড় আকারের হাঙরটির নাম ‘হোয়েল শার্ক’, যার দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট। আর সবচেয়ে ছোট আকৃতির হলো ‘স্পাইন্ড পিগমি শার্ক’, যেগুলো লম্বায় মাত্র ৬ ইঞ্চি। এখন আপনিই বলেন, এই ৬ ইঞ্চি একটা হাঙরের পক্ষে কি একটা আস্ত মানুষকে কামড়ে খেয়ে ফেলা সম্ভব!
যা হোক, আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব নব্য আবিস্কৃত এক হাঙ্গর প্রজাতির সাতে। নাম তার "বাঁশ হাঙ্গর" (Bamboo Sharks), নামটাও যেমন ভিন্ন তেমনি এই হাঙ্গরের বৈশিষ্ট্য অন্যান্ন হাঙ্গরের তুলনায় ভিন্ন। ভিন্ন কোন দিক দিয়ে এটা ভাবছেন? ভিন্নতা হল এই হাঙ্গর মাছ সমুদ্র পৃষ্ঠে হেঁটে বেড়ায়! অবিশ্বাস্য হলেও সত্যি, এই হাঙ্গর মাছ সাঁতার কাঁটার তুলনায় হেঁটে বেড়াতে বেশি পছন্দ করে।
যা হোক, আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব নব্য আবিস্কৃত এক হাঙ্গর প্রজাতির সাতে। নাম তার "বাঁশ হাঙ্গর" (Bamboo Sharks), নামটাও যেমন ভিন্ন তেমনি এই হাঙ্গরের বৈশিষ্ট্য অন্যান্ন হাঙ্গরের তুলনায় ভিন্ন। ভিন্ন কোন দিক দিয়ে এটা ভাবছেন? ভিন্নতা হল এই হাঙ্গর মাছ সমুদ্র পৃষ্ঠে হেঁটে বেড়ায়! অবিশ্বাস্য হলেও সত্যি, এই হাঙ্গর মাছ সাঁতার কাঁটার তুলনায় হেঁটে বেড়াতে বেশি পছন্দ করে।
Bamboo Sharks |
আকার আকৃতিতে এরা অনেকটা ছোট হয়ে থাকে, এরা সর্বোচ্চ ৪৮ ইঞ্চি পর্যন্ত লম্বায় হয়ে থাকে। এই হাঙ্গর মাছের প্রজাতির নাম "Hemiscyllium halmahera"। এদের গায়ের রঙ বাদামি রঙের হয় আর গায়ে কালো ছোপ ছোপ দাগ থাকে মেরুদন্ড বরাবর এছাড়াও সমস্থ গায়ে কালো কালো ছোট গোল গোল দাগ থাকে। মাথার উপরে হালকা কালো থাকে আর তার উপর গাড়ো কালো গোল গোল দাগ থাকে।
আচ্ছা আমি বললেই হল নাকি যে এই মাছ হাটতে পারে? না মোটেও না। তাহলে আসুন এবার এই মাছের হাটার পদ্ধতির একটা ভিডিও দেখা যাক।
আচ্ছা আমি বললেই হল নাকি যে এই মাছ হাটতে পারে? না মোটেও না। তাহলে আসুন এবার এই মাছের হাটার পদ্ধতির একটা ভিডিও দেখা যাক।
কি অবাক হয়ে গেলেন ভিডিও দেখে? যে মাছের সাঁতার কেটে বেড়ানোর কথা তা সমুদ্র পৃষ্টে হেঁটে বেড়াচ্ছে? আসলেই অদ্ভুদ এক কান্ড।
এটাতো অনেক নিরীহ হাঙ্গর মাছে আর ভংকর সব হাঙ্গরের সম্পর্কে জানতে "ভয়ংকর যতো হাঙ্গর" লেখাটা পড়তে পারেন।
লেখকঃ জানা অজানার পথিক।
এটাতো অনেক নিরীহ হাঙ্গর মাছে আর ভংকর সব হাঙ্গরের সম্পর্কে জানতে "ভয়ংকর যতো হাঙ্গর" লেখাটা পড়তে পারেন।
লেখকঃ জানা অজানার পথিক।
odvut
উত্তরমুছুনসত্যিই অদ্ভুত
মুছুন