মালিশ শব্দটা কত যে আরামের তা যারা শরীর করান নাই তারা এর মর্ম কোন দিন বুঝবেন না। সেলুনে চুল কাঁটার পরে হাল্কা যে মালিশ করে তাতেই অনেকের আরামে ঘুম চলে আসে আর পুরা শরীর মালিশ করলে আহা সে না জানি কত শান্তি। যা হোক এই মালিশ জিনিষটা আমাদের বেশ সতেজ করে তোলে, আর তাই অনেকেই হয়ত বিভিন্ন পার্লারে যান এই মালিশের জন্য। কিন্তু আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন এক মালিশ পদ্ধতির সাথে যার অনুভূতি কেমন জানি না তবে দেখেই আমার কলিজা শুকিয়ে গেছে। এর আগে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম "সাপ দিয়ে শরীর মালিশ" এর সাথে আর আজ পরিচয় করিয়ে দিব চাপাতি দিয়ে শরীর মালিশের সাথে। কি চাপাতির কথা ভাবছেন? হ্যাঁ এই সেই চাপাতি যা দিয়ে কষাই আপন সুখে মাংস কে কে টুকরা টুকরা করে।
তাইওয়ানের উত্তরে অবস্থিত হেইতিনছু (Hsinchu) এলাকায় প্রচলন আছে এই চাপাতির মালিশের। এখানে আপনি বিভিন্ন পার্লার পাবেন যারা এই মালিশ দেয়। এক এক জনের মালিশ প্রায় ৩০ মিনিট দীর্ঘস্থায়ী হয়। না জানি ধারালো চাপাতির মালিশের অনুভূতি কেমন তবে নিশ্চই ভাল তা না হলে নিশ্চই এরকম পার্লার খুলে বসত না আর খদ্দেরও পেত না।
আসুন তাহলে এবার এই চাপাতির মালিশের কিছু ছবি দেখে নেওয়া যাক,
কি ছবি দেখে কি একটু মালিশের স্বাদ নিতে ইচ্ছা করছে? আমার কিন্তু করছে। ধারালো চাপাতি দিয়ে মালিশ করাতে কেমন লাগে তা একবার অনুভব করলে মন্দো হয় না। তবে যদি কোন দূর্ঘটনা ঘটে যায়???
আসুন এবার দেখে নেই এই চাপাতি মালিশের ছোট একটা ভিডিও,
আসুন এবার দেখে নেই এই চাপাতি মালিশের ছোট একটা ভিডিও,