আচ্ছা আপনাদের একবার এক আজব মাছের কথা জানিয়েছিলাম, আরে ঐ যে "গুহা আহরণকারী মাছ" এর কথা। আজকেও আপনাদের জন্য এরকম আজব মাছের একটি ঘটনা। কিন্তু একটু অন্যরকম।
আজ আপনাদের যে মাছের সাথে পরিচয় করিয়ে দিব তা আপনাদের সকলেরই মোটামুটি পরিচিত মাছ। বাংলায় এই মাছের নাম 'বানমাছ' বা 'পাঁকালমাছ'। বাংলা নাম যতটাই অদ্ভুতুড়ে লাগুগ না কেন এর ইংরেজি নামের সাথে কিন্তু সকলেরই চেনা আর তা হল 'Eel'।
আচ্ছা কখনও কি দেখেন এই মাছকে পানি থেকে বের হয়ে এসে শিকার করতে? আসলেইতো পানির মাছ স্থলে এসে আবার কি ভাবে শিকার করবে? এদেরতো আবার পাও নেই তাহলে কি ভাবে করবে তাই না?
তাহলে চলুন দেখে নেই পা ছাড়া কি ভাবে এরা স্থলে উঠে এসে শিকার করে,
আচ্ছা কখনও কি দেখেন এই মাছকে পানি থেকে বের হয়ে এসে শিকার করতে? আসলেইতো পানির মাছ স্থলে এসে আবার কি ভাবে শিকার করবে? এদেরতো আবার পাও নেই তাহলে কি ভাবে করবে তাই না?
তাহলে চলুন দেখে নেই পা ছাড়া কি ভাবে এরা স্থলে উঠে এসে শিকার করে,
ভিডিও সংগ্রহেঃ জানা অজানার পথিক।
Valo laglo
উত্তরমুছুনধন্যবাদ...
মুছুন