আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব পানির নিচে তৈরি করা বিশ্বের সর্ব প্রথম রেষ্টুরেন্টের সাথে। সমুদ্র তল থেকে ৫ মিটার গভিরতায় অবস্থিত এই রেষ্টুরেন্ট বানানো হয়েছে মালদ্বীপের রাংগলি দ্বীপের সমুদ্র তটে। এই রেষ্টুরেন্টটির নাম The Ithaa Restaurant। এটি ভারতীয় মহাসাগরের ১৫ ফুট নিচে অবস্থিত, এর চারিপাশ ঘিরে আছে প্রবাল প্রাচীর এবং পরিষ্কার এক্রাইলিক।
এই রেষ্টুরেন্টের খাবারের ম্যেনুতে পাবেন মালদ্বীপ আর পশ্চিমাদের খাবারের ধাঁচে বানানো খাবার, আর এখানে খেতে আপনার খরচ হবে ১২০ থেকে ২৫০ মার্কিন ডলার। এই রেষ্টুরেন্টে একসাথে ১৪ খাবার খেতে পারেন।
রেষ্টুরেন্টে ঢোকার জন্য প্রথমেই আপনাকে সীট রিজার্ভ করতে হবে অনেক আগেই। কেননা এখানে টেবিল পাওয়া বেশ কষ্টোকর একটা বিষয়। রেষ্টুরেন্টে ঢোকার পূর্বে আপনাকে ভাসমান কাঠের একটি ব্রীজ পাড় হতে হবে। কেননা এই রেষ্টুরেন্টে ঢোকার দরজা পানির মধ্যে অবস্থিত আর তা পানিতে ভাসমান অবস্থায় থাকে, যা কিনা দড়ির সাহায্যে সমুদ্রের তলদেশে আটকানো থাকে যাতে তা জোয়ার ভাটার তোড়ে ভেসে না যেতে পারে।
অনেকতো শুনলেন ছোট কিন্তু পানির নিচে বানানো প্রথম এই রেষ্টুরেন্টের কথা, এবার চলুন দেখে নেই এই রেষ্টুরেন্টের কিছু ছবি,
লেখকঃ জানা অজানার পথিক।