আজ আপনাদের অসাধারন কিছু ছবি দেখাবো, এই ছবি গুলি তুলেছেন 'ম্যাটি স্মিথ', তিনি একজন ফটোগ্রাফার কিন্তু তিনি ছবি তোলের সমুদ্রের গভীরে সেখানকার দৃশ্যের। তবে আজ যে ছবি গুলি দেখাবো আপনাদের তা একটু ভিন্ন রকম। ছবি গুলি তোলা হয়েছে ক্যামেরা পানির মধ্যে অর্ধনিমজ্জিত অবস্থায়, অর্থাৎ ক্যামেরায় ধারনকৃত ছবি গুলি একই সাথে ধারন করেছে পানির উপরের অংশের এবং নিচের অংশের। চলুন তাহলে দেখে নেই তার তোলা কিছু ছবি।


ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।
nice post
উত্তরমুছুনধন্যবাদ :)
মুছুন