কালের ববর্তনে হারিয়ে গেছে ক্যাসেট। তার জায়গা দখল করে নিয়েছে সিডি। এই ক্যাসেটের ফিতা দিয়ে যে অসাধারন শিল্পকর্ম সম্ভব তা হয়তো কেউ চিন্তাও করন নাই। আর আমাদের এবারের আয়োজন এই ক্যাসেটের ফিতা দিয়ে তৌরি করা অসাধারন শিল্পকর্ম নিয়ে।


ছবি সংগ্রাহেঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন