স্বচ্ছ স্মার্ট ফোন


মোবাইল জিনিষটা ছাড়া যেমন আমাদের দৈনন্দিন জীবন কল্পনা করা যায় না, তেমনি অনেকের ক্ষেত্রে স্মার্ট মোবাইল ফোন ছাড়া দিন চলে না। কি নেই এই স্মার্ট ফোনে। প্রতি নিয়ত যেন এই স্মার্ট মোবাইল ফোন গুলি নিজেদের সীমানা অতিক্রম করে চলেছে। "Apple" এর প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন পরিচালক "ষ্টিভ জব" এর হাত ধরে পথ চলা শুরু করে এই স্মার্ট ফোন, আর বর্তমানে তা রূপ নিয়েছে সভ্যতা পরিবর্তনকারি একটি যন্ত্রে।

"Apple" এর এই দেখানো পথে বর্তমানে মোবাইল জগতে রাজত্য কায়েম করেছে "Samsung"। প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে এই কম্পানি। আর তাই প্রযুক্তি প্রেমিদের কাছে বর্তমানে "Samsung" নামটি সব থেকে জনপ্রিয় একটি নাম।


প্রযুক্তির এই পথ চলায় বর্তমানে যোগ দিয়েছে তাইয়নের "Polytron" নামে একটি কম্পানি। এক সময়কার রূপ কথার সব প্রযুক্তি বাস্তব রূপ দিতে কাজ করে চলেছে এই কম্পানিটি। এই Polytron কম্পানির সুনাম রয়েছে বিভিন্ন ধরনের টিভি পর্দা বা স্ক্রিন বানানোর ক্ষেত্রে। আর তাদের নতুন চমক হচ্ছে সম্পূর্ন স্বচ্ছ মোবাইল স্ক্রিন। Samsung এবং Polytron এক হয়ে বাজারে এই বছরের মধ্যে আনতে যাচ্ছে বিশ্বের প্রথম স্বচ্ছ মোবাইল ফোন।


"Iron Man" সিনেমার মধ্যে "টনি স্টার্ক" এর ব্যাবহৃত স্বচ্ছ ফোনের মাধ্যেমে আমরা একটু আধটু ধারনা পেতে পারি এই স্বচ্ছো ফোন কেমন হবে। যদিও টনি স্টার্কের ফোনটি বাস্তবে ছিল না, কিন্তু Polytron এর মতে ২০১৩ এর শেষের দিকে এই ফোন বাস্তবেই মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব।

তাহলে কি সত্যি আমরা পেতে চলেছি কল্পনার জগতে পাওয়া এই স্বচ্ছো ফোনের বাস্তব রূপ? হ্যাঁ, কেননা ইতি মধ্যে Samsung তাদের প্রথম স্বচ্ছ ফোনের একটি প্রোটোটাইপ উন্মুক্ত করেছে। আসুন তাহলে এবার সেই প্রোটোটাইপটির ভিডিও দেখে নেওয়া যাক,



লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info