যাদু না যোগ ব্যায়াম নাকি অন্য কিছু


নিচে একজন লোক একটি লাঠি ধরে আছে আর তা ধরে শুন্যে ভেসে আছে একজন মানুষ। এই ছবিটি দেখে নিশ্চই অবাক হচ্ছেন। আর সকলের মনের মধ্যে নিশ্চই এরই মধ্যে উঁকি মারা শুরু করে দিছে যে, কি ভাবে করল এই অসাধ্য কাজটি?


অনেকেই বলবেন যোগ ব্যামের মাধ্যমে এরকম করা সম্ভব। কিন্তু আসলেই কি তাই? না মোটেও না। শত শত বছর ধরে মানুষকে বোকা বানিয়ে এই ভাবে ধাদায় ফেলে আসছে কিছু মানুষ। আজ আপনাদের সামনে এই যাদু কলা বা যোগ ব্যায়াম বিদ্যার আসল চিত্র তুলে ধরব। তার আগে চলুন বাতাসে ভাসমান মানুষের কয়েকটা ছবি আগে দেখে নেই আর একটু চিন্তা করে দেখি তারা কিভাবে এটা করছে।


কি কিছু পেলেন? না পেলেও সমস্যা নেই, আমরা হর হামেশাই যাদুর অনুষ্ঠানে এসব দেখে থাকি। কিন্তু এগুলি দেখি শুধু মাত্র বিনোদনের জন্য। কিন্তু অনুন্নত দেশ গুলিতে কিছু লোক এইরকম ভূয়া যাদু দেখিয়ে মানষের কাছ থেকে কেড়ে নেয় অনেক কিছু, আর এই সকল ভূয়া লোকদের সন্ধানে নেমেছেন ইন্ডিয়ার যোগ ব্যায়াম বিশেষজ্ঞ হিসেবে খ্যাত ড. প্রমিনান্দ, এর মধ্যে একজন। সরল বিশ্বাসী মানুষদের যারা কিছু ভূয়া যাদু বা যোগ ব্যায়ামের কলাকৌশল দেখিয়ে যারা নিজেদের স্বার্থ সিদ্ধি করে তাদের সকলের সামনে উন্মুক্ত করেন ইনি।

আর কথা না বাড়িয়ে চলুন তবে দেখে নেই ড. প্রমিনান্দকে নিয়ে BBC এর বানানো ছোট একটি ভিডিও প্রতিবেদিন,



কি বুঝলেন? এরকম ভাবেই মানুষের সরল বিশ্বাস নিয়ে খেলা করে এরা, কিন্তু সত্যি কি তাহলে যোগ ব্যামের সব কিছুই ভূয়া?! আমার জানা নেই এর কোন উত্তর। শুধু এতটুকু বলব অন্ধো বিশ্বাস কাউকে না করাই ভাল।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

২টি মন্তব্য:

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info