Godzilla এর সাথে মিল রেখে এই কাঁকড়ার নাম রাখা হয়েছে "Crabzilla"। Crabzilla নামের এই কাঁকড়াটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় প্রজাতীর কাঁকড়া। জাপানের সমুদ্র অঞ্চলে খুঁজে পাওয়া মাকড়সা প্রকৃতির কাঁকড়ার অন্তর্গত এই Crabzilla প্রজাতীর কাঁকড়াটি হচ্ছে প্রানী জগতের "arthropod" প্রজাতির অন্তর্গত সব থেকে বড় প্রানী।
ধারনা করা হয় Crabzilla প্রজাতির কাঁকড়ার পা ১২ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কিন্তু এখন পর্যন্ত পূর্ন বয়স্ক Crabzilla কাঁকড়া ধরা সম্ভব হয়নি কেননা এরা সমুদ্রের অনেক গভীরে বসবাস করে, তা প্রায় ১,০০০ ফুট গভীরে। আর উপরে যে কাঁকড়াটির ছবি দেখছেন সেটি কিন্তু বাচ্চা Crabzilla কাঁকড়া মাত্র। আর এই বাচ্চা Crabzilla কাঁকড়া লম্বায় ৫ ফুটের বেশি। মানে, পূর্ন বয়স্ক Crabzilla কাঁকড়ার পায়ের অর্ধের থেকেও ২ ফুট ছোট।
এই কাঁকড়া কিন্তু সমুদ্রে পানির নিচে থাকে। কিন্তু স্থলে থাকে এমন আরেকটি কাঁকড়া আছে যাকে বলা হয় স্থলের সব থেকে বড় অর্থপড বা সোজা কথায় সব থেকে বড় কাঁকড়া। এদের নাম আবার একটু অদ্ভুদ। যেহেতু এরা নারকেল গাছ চড়তে আর নারকেল খেতে খুব পছন্দ করে, তাই এই কাঁকড়ার নাম রাখা হয়েছে "নারকেল কাঁকড়া"। পূর্বে আমি "অদ্ভুত নারকেল কাঁকড়া" লেখায় এই কাঁকড়ার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে ছিলাম।
লেখকঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন