বিশ্ব কতটুকু বদলে গেছে?

প্রতিনিয়ত আমাদের এই বাসভূমি আমাদের এই পৃথিবী বদলে যাচ্ছে। আর এর পিছনে সব থেকে বেশি দায়ি আমরা। প্রাকৃতিক ভাবে যতটুকু না পরিবর্তন হয়েছে আমাদের পরিবেশ তার থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে আমাদেরই কারনে। পূর্বে 'একবার হলেও আপনাকে ভাবাবে' লেখায় আপনাদের একটু ধারনা দিয়েছিলাম। আজ আপনাদের আরেকটু বেশি ধারনা দিব। আর এই ধারনা দিয়ে স্যাটালাইট দিয়ে তোলা আমাদের পৃথিবীর ২০টি ছবি দেখাবো। ছবি গুলি দেখলেই বুঝে যাবেন আমাদের এই ধরনী কতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক।

০১) দ্বিখণ্ডিত হয়ে যাওয়া হিমবাহ, এন্টার্টিকাঃ


০২) বন্যা, কম্বোডিয়াঃ


০৩) গলে যাওয়া হিমবাহ, আর্জেন্টিনাঃ


০৪) লেকেরর পরিবর্তন, ইরাকঃ


০৫) লেকের পরিবর্তন, নতুন ম্যাক্সিকোঃ


০৬) ঘূর্ণিঝড়, ফিলিপাইনঃ


০৭) বনে আগুন, কলোরাডোঃ


০৮) গণহারে মাছের মৃত্যু, ইন্দোনেশিয়াঃ


০৯) বন্যা, উগান্ডাঃ



১০) খরা, এরিজনাঃ


১১) হিমবাহ গলে যাওয়া, এন্টার্টিকঃ


১২) বিশুদ্ধ লেকের পানি কমে যাওয়া, নেভাডাঃ


১৩) অরণ্য উচ্ছেদ, কেনিয়াঃ


১৪) বনে আগুন, ক্যালিফর্নিয়াঃ


১৫) হিমবাহ নিজ থেকেই ভেংগে যাওয়া, এন্টার্টিকঃ


১৬) খরা, ক্যালিফর্নিয়াঃ


১৭) অরণ্য উচ্ছেদ, আর্জেন্টিনাঃ


১৮) লেকের পরিবর্তন, আর্জেন্টিনাঃ


১৯) বরফ গলে যাওয়া, ইকুয়েডোরঃ


২০) অরণ্য উচ্ছেদ, ব্রাজিলঃ


এভাবেই পৃথিবী বদলে যাচ্ছে, চলমান এই প্রক্রিয়া বিশেষজ্ঞদের ধারনা থেকে অনেক দ্রুত হচ্ছে যা আমাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

1 টি মন্তব্য:

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info