আজ আপনাদের পরিচয় করিয়ে দিব কিছু ঐতিহ্যবাহি বাড়ির সাথে যা তাদের সংস্কৃতির ধারক এবং বাহক তথা প্রতিক স্বরূপ।
Palloza. Galicia, Spain:
স্পেনের Galicia(Serra dos Ancares) অঞ্চলের এই বাড়িগুলোর নাম palloza বা pallouza বা pallaza। এই বাড়িগুলোর নাম pallaza দিয়েছিলেন জার্মান নৃতত্ত্ববিদ Fritz Krüger উনবিংশ শতাব্দীতে। স্পেনে এই বাড়িগুলো অবশ্য casa de teito বা casa de teitu নামে পরিচিত। শীত প্রতিরোধক এই বাড়ি গুলো হয় বৃত্তাকার এবং ওভাল আকৃতির। ব্যাস হয় ১০ থেকে ২০ মিটার। এই সব বাড়ির দেয়াল পাথর নির্মিত। কোণাকৃতির ছাদ ছাউয়া হয়েছে গম ও যবের খড় দ্বারা।
স্পেনের Galicia(Serra dos Ancares) অঞ্চলের এই বাড়িগুলোর নাম palloza বা pallouza বা pallaza। এই বাড়িগুলোর নাম pallaza দিয়েছিলেন জার্মান নৃতত্ত্ববিদ Fritz Krüger উনবিংশ শতাব্দীতে। স্পেনে এই বাড়িগুলো অবশ্য casa de teito বা casa de teitu নামে পরিচিত। শীত প্রতিরোধক এই বাড়ি গুলো হয় বৃত্তাকার এবং ওভাল আকৃতির। ব্যাস হয় ১০ থেকে ২০ মিটার। এই সব বাড়ির দেয়াল পাথর নির্মিত। কোণাকৃতির ছাদ ছাউয়া হয়েছে গম ও যবের খড় দ্বারা।


Korowai Tree House, Papua:
Korowai বা Koluf পাপুয়া নিউগিনির একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। ১৯৭০ সালের দিকে এই নৃগোষ্ঠীর জনসংখ্যা ছিল মাত্র ৩০০০ জন। নগ্ন এই জনগোষ্ঠীর সবচেয়ে আকর্ষণীয় দিক হল তাদের বাড়িগুলো। বন্যার হাত থেকে বাঁচার জন্য এই নৃগোষ্ঠী তাদের বাড়িগুলো তৈরি করে নারিকেল কিংবা এর মত উচু গাছের ডালে।
Korowai বা Koluf পাপুয়া নিউগিনির একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। ১৯৭০ সালের দিকে এই নৃগোষ্ঠীর জনসংখ্যা ছিল মাত্র ৩০০০ জন। নগ্ন এই জনগোষ্ঠীর সবচেয়ে আকর্ষণীয় দিক হল তাদের বাড়িগুলো। বন্যার হাত থেকে বাঁচার জন্য এই নৃগোষ্ঠী তাদের বাড়িগুলো তৈরি করে নারিকেল কিংবা এর মত উচু গাছের ডালে।
Toda Hut, Nilgiri,India:
টোডা (Toda) নৃগোষ্ঠী দক্ষিণ ভারতের নীলগিরি উপত্যকার ক্ষুদ্র যাজক গোষ্ঠী। ১৮ শতকের শেষের দিকে এই নৃগোষ্ঠী একীভূত হয়ে গিয়েছিল বাদাগা (Badaga), কোটা (Kota) এবং কুরুবা ( Kuruba) নৃগোষ্ঠীগুলোর সাথে। গত শতাব্দিতে এই গোষ্ঠীর জনসংখ্যা ছিল মাত্র ৭০০ থেকে ৮০০ জন। তাদের আচার, আচরণ ও ঐতিহ্য অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আলাদা , রয়েছে স্বকীয় বৈশিষ্ট্য। পেশাগতভাবে এরা মহিষপালক। মহিষের দুগ্ধজাত পণ্য এরা নীলগিরি উপত্যকার অন্যান্য জনগোষ্ঠীর কাছে বিক্রয় করে থাকে। তাদের ধর্মীয় সকল অনুষ্ঠানের অনুষঙ্গ হিসেবে থাকে এই মহিষের দুগ্ধজাত পণ্য। টোডা জনগোষ্ঠীর স্ত্রীলোকদের বহু-বিবাহ প্রথা চালু আছে। কিন্তু তা বর্তমানে তামিলনাডু সরকার কর্তৃক কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। টোডারা যে ঘরে বাস করে তার নাম Toda Hut বা munds। টুপির মত দেখতে আবদ্ধ এই ঘরগুলির দৈর্ঘ্য ৫.৫ মিটার, প্রস্থ ২.৭ মিটার এবং উচ্চতা ৩ মিটার। বাঁশের তৈরি এ ঘরগুলিতে ব্যবহার করা হয়েছে বেত ও খড়ের বন্ধনী। প্রত্যেকটি ঘরের চারিদিকে রয়েছে আলগা পাথরের প্রাচীর এই সব ঘরের সম্মুখ ভাগ তৈরি করা হয়েছে গ্রানাইট পাথর দিয়ে। সম্মুখভাগের দেয়ালে খোদাই করা আছে টোডা চিত্রকলা। এই ঘরে প্রবেশ খুবই ছোট। দৈর্ঘ্য ও প্রস্থ ৩ ফুট করে।
টোডা (Toda) নৃগোষ্ঠী দক্ষিণ ভারতের নীলগিরি উপত্যকার ক্ষুদ্র যাজক গোষ্ঠী। ১৮ শতকের শেষের দিকে এই নৃগোষ্ঠী একীভূত হয়ে গিয়েছিল বাদাগা (Badaga), কোটা (Kota) এবং কুরুবা ( Kuruba) নৃগোষ্ঠীগুলোর সাথে। গত শতাব্দিতে এই গোষ্ঠীর জনসংখ্যা ছিল মাত্র ৭০০ থেকে ৮০০ জন। তাদের আচার, আচরণ ও ঐতিহ্য অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আলাদা , রয়েছে স্বকীয় বৈশিষ্ট্য। পেশাগতভাবে এরা মহিষপালক। মহিষের দুগ্ধজাত পণ্য এরা নীলগিরি উপত্যকার অন্যান্য জনগোষ্ঠীর কাছে বিক্রয় করে থাকে। তাদের ধর্মীয় সকল অনুষ্ঠানের অনুষঙ্গ হিসেবে থাকে এই মহিষের দুগ্ধজাত পণ্য। টোডা জনগোষ্ঠীর স্ত্রীলোকদের বহু-বিবাহ প্রথা চালু আছে। কিন্তু তা বর্তমানে তামিলনাডু সরকার কর্তৃক কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। টোডারা যে ঘরে বাস করে তার নাম Toda Hut বা munds। টুপির মত দেখতে আবদ্ধ এই ঘরগুলির দৈর্ঘ্য ৫.৫ মিটার, প্রস্থ ২.৭ মিটার এবং উচ্চতা ৩ মিটার। বাঁশের তৈরি এ ঘরগুলিতে ব্যবহার করা হয়েছে বেত ও খড়ের বন্ধনী। প্রত্যেকটি ঘরের চারিদিকে রয়েছে আলগা পাথরের প্রাচীর এই সব ঘরের সম্মুখ ভাগ তৈরি করা হয়েছে গ্রানাইট পাথর দিয়ে। সম্মুখভাগের দেয়ালে খোদাই করা আছে টোডা চিত্রকলা। এই ঘরে প্রবেশ খুবই ছোট। দৈর্ঘ্য ও প্রস্থ ৩ ফুট করে।
Cappadocia (কাপ্পাডোসিয়া) পার্সিয়ান সাম্রাজ্যের এই শহরটি তুরস্কের মধ্য Anatolia-র Nevşehir প্রদেশে অবস্থিত। তুরস্কের এই স্থানটিকে মানব বসতির ১টি প্রাচীনতম উদাহরন হিসাবে ধরা হয়। ইতিহাস বলে গ্রীক দার্শনিক Herodotus-এর সমসাময়িক কালে Cappadocian-রা পুরো Taurus পর্বত খুঁড়ে তাদের আবাস গড়ে তুলেছিল। প্রাক হেলেনেস্টিক যুগে এই স্থানে পার্সিয়ান, আসেরিয়ান, প্রাচীন গ্রীকরা Cappadocia-য় বসবাস করত। একসময় এই শহরটি গ্রীক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। মধ্যযুগে এই শহরটি তুর্কিদের করতলগত হয়। বর্তমানে তুর্কিরাই এই শহরের প্রধান বাসিন্দা। পার্সিয়ান সাম্রাজ্যের সবচেয়ে পুরোনো চোখ ধাধানো সুন্দর এই মানব বসতিটি এখন বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।
Beautiful Mardin Stone Houses : Turkey:
আরব্য ধাঁচের এই অপূর্ব বাড়ি গুলো অবস্থিত তুরস্কের Mardin শহরে। Mardin শহরটি দক্ষিণপূর্ব তুরস্কের Taurus Range-এ অবস্থিত যেখান থেকে শুরু হয়েছে Arabian platform। এই অঞ্চলটি Mardin-Midyat Passage নামে পরিচিত। এই বাড়ি গুলোর প্রত্যেকটি ৪ মিটার উচ্চতার দেয়াল দিয়ে ঘেরা যা এই এলাকার রুক্ষ আবহাওয়া থেকে এই বাড়ির বাসিন্দাদের রক্ষা করে।এই বাড়িগুলো পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা তৈরি করা। দরজা, জানালা সব কিছুই অর্ধবৃত্তাকৃতির । পবিত্র হজ্ব পালন করতে পেরেছেন এমন বাড়ির মালিকের ঘরের ভিতরে প্রধান ফটকের উপরে রয়েছে কাবা শরীফের ছবি। এখানকার বাসিন্দারা সবাই সোনা, রূপা এবং তামার কারিগর।
আরব্য ধাঁচের এই অপূর্ব বাড়ি গুলো অবস্থিত তুরস্কের Mardin শহরে। Mardin শহরটি দক্ষিণপূর্ব তুরস্কের Taurus Range-এ অবস্থিত যেখান থেকে শুরু হয়েছে Arabian platform। এই অঞ্চলটি Mardin-Midyat Passage নামে পরিচিত। এই বাড়ি গুলোর প্রত্যেকটি ৪ মিটার উচ্চতার দেয়াল দিয়ে ঘেরা যা এই এলাকার রুক্ষ আবহাওয়া থেকে এই বাড়ির বাসিন্দাদের রক্ষা করে।এই বাড়িগুলো পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা তৈরি করা। দরজা, জানালা সব কিছুই অর্ধবৃত্তাকৃতির । পবিত্র হজ্ব পালন করতে পেরেছেন এমন বাড়ির মালিকের ঘরের ভিতরে প্রধান ফটকের উপরে রয়েছে কাবা শরীফের ছবি। এখানকার বাসিন্দারা সবাই সোনা, রূপা এবং তামার কারিগর।
Valley of Ortahisar, Turkey:
একদা খৃস্টান অধ্যুষিত Ortahisar শহরটির অবস্থান তুরস্কের Nevsehir প্রদেশে যা Ürgüp শর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত। ৮৬ মিটার উচ্চতার Ortahisar উপত্যকা জুড়ে বাড়ি গুলোর নাম Castle of Ortahisar।Cappadocia স্থাপত্যের অন্তর্গত Ortahisar তার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনার জন্য পৃথিবী জুড়েই বিখ্যাত। Ortahisar এর মধ্যের বাড়িগুলো চিমনি ধাঁচের। এখানে রয়েছে Sarica, Cambazli, Tavsanli, Balkan Rive এবং Hallac River Abbey নামের ঐতিহাসিক গির্জাগুলো। Ortahisar এর এই উপত্যকায় রয়েছে Cappadocia-র প্রাচীন জীবনযাত্রার উপর নির্মিত নৃতাত্ত্বিক জাদুঘর।
লেখকঃ মামুনুর রশিদ এবং রাজিব হুমায়ুন তন্ময়।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
একদা খৃস্টান অধ্যুষিত Ortahisar শহরটির অবস্থান তুরস্কের Nevsehir প্রদেশে যা Ürgüp শর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত। ৮৬ মিটার উচ্চতার Ortahisar উপত্যকা জুড়ে বাড়ি গুলোর নাম Castle of Ortahisar।Cappadocia স্থাপত্যের অন্তর্গত Ortahisar তার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনার জন্য পৃথিবী জুড়েই বিখ্যাত। Ortahisar এর মধ্যের বাড়িগুলো চিমনি ধাঁচের। এখানে রয়েছে Sarica, Cambazli, Tavsanli, Balkan Rive এবং Hallac River Abbey নামের ঐতিহাসিক গির্জাগুলো। Ortahisar এর এই উপত্যকায় রয়েছে Cappadocia-র প্রাচীন জীবনযাত্রার উপর নির্মিত নৃতাত্ত্বিক জাদুঘর।
লেখকঃ মামুনুর রশিদ এবং রাজিব হুমায়ুন তন্ময়।
সম্পাদনায়ঃ জানা অজানার পথিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন