লুকানো বন্দুক

আচ্ছা জেমস বন্ড সিনেমায় দেখেছেন মিঃ বন্ডের কাছে কেমন কেমন লিকানো অস্ত্র থাকে? আজ আপনাদের পরিচয় করিয়ে দিব এমন কিছু লুকানো অস্ত্রের সাথে, যা দেখে আপনার বিশ্বাসই হতে চাবে না যে এগুলা কোন মারাত্মক মারনাস্ত্র হতে পারে। সব থেকে মজার কথা কি জানেন এই সব অস্ত্র অনেক পুরান দিনের। সেই সময়কার মানুষ নিজেদের সুরক্ষার জন্য এরকম অস্ত্র নিজেদের কাছে রাখতেন। তাহলে আসুন এবার শুরু করা যাক।

পকেট ঘড়ি বন্দুকঃ


কত সুন্দর একটা ঘড়ি। কিন্তু এই ঘড়ি আপনাকে সময় কত সেটা কিন্তু বলবে না। কারন এটি একটা বন্দুক। কি বিশ্বাস হচ্ছে না! তাহলে আসুন এই পকেট ঘড়ির আরো কিছু ছবি দেখে নেই,


কি এবার বিশ্বাস হলতো এটা ঘড়ি না বরং একটা বন্দুক?

আংটির বন্ধুকঃ

 
এরকম সুন্দর আংটির মধ্যে আছে এমন এক বন্দুক যা আপনি আঙ্গুলেও পরতে পারবেন আবার ঠুসঠাস গুলিও চালাতে পারবেন। এবারো বিশ্বাস হল না তো? তাহলে এবার দেখি এই বক্সের ভিতরে কি আছে,


তালার বন্দুকঃ


এই ছবি দেখে আমার সবার প্রথম মনে পরে গেল প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের কথা। যা হোক এটা কিন্তু যেন তেন কোন তালা না!! এটাও বন্দুক।


বকলেস বন্দুকঃ


ছেলারা কিন্তু বকলেসের সাথে একটু বেশি পরিচিত। কারন বেল্ট বাঁধতে এই বকলেসের প্রচল অপ্রদন্ধি। কিন্তু উপরের ছবির এই বেল্টের বকলেস কিন্তু বন্দুক।


স্ক্রু বন্দুকঃ


লাঠি বন্দুকঃ


ক্রস বন্দুকঃ


চাবুক বন্দুকঃ


বর্ষি বন্দুকঃ এই বন্দুকের সাহায্যে মাছ ধরতেও পারবেন আবার মানুষকেও মৃত্যুর স্বাদ দিতে পারবেন।


ম্যাকগাইভার ছুরি বন্দুকঃ


ধূমপানের পাইপ বন্দুকঃ


ঝুলন্ত বন্দুকঃ এই বন্দুকের নাম যে কেন ঝুলন্ত নাম দিয়েছে তা নিয়ে আমিও একটু দ্বিধায় আছি। সম্ভবত এই বন্দুক মেয়েরা ব্যাবহার করত। তারা খুব সহযেই তাদের জামার মধ্যে এটিকে ঝুলিয়ে দিতে পারত। কি প্যাঁচ খাইছেন? আরে বললাম না এই বন্ধুক গুলি অনেক আগে ব্যাবহৃত হত। সেই সময় মেয়েরা বেশ ফুলে থাকা এবং বড় স্কার্ট পরত। তাই তাদেরর পক্ষে এটি সবার অগচরে রাখা ছিল সব থেকে সহজ বিষয়।


আংটি বন্দুকঃ


Zippo বন্দুকঃ


চাবি বন্দুকঃ


কলম বন্দুকঃ


কি কেমন লাগলো এই সব বন্দুকের ছবি দেখে?

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info