পৃথিবীর সর্ব প্রথম উড়ন্ত বোর্ড ।। World First Hoverboard


আপনাদের Marty McFlyand Doc Brown এর কথা মনে আছে? ঐ যে ১৯৮৯ সাল থেকে যে সময় ভ্রমন করে চলে গিয়েছিল ২০১৫ সালে আর দেখা পেয়েছিল উড়ন্ত স্কেট বোর্ডের। কি চিন্তায় পরে গেলেন আমি আবার কার কথা বলছি? আমি ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত 'Back to the Future 2' সিনেমার কথা বলছি। যারা যারা দেখেন সিনেমাটি তারা কিন্তু এতক্ষনে বুঝে গেছেন আমি কিসের কথা বলছি।

বর্তমান সময়টা ২০১৫ সাল না হলেও ২০১৫ সালের খুব কাছাকাছি রয়েছি আমরা। তবে এই উড়ন্ত বোর্ড দেখার জন্য আমাদের ২০১৫ সাল পর্যন্ত আর অপেক্ষা করা লাগবে না। কেননা ইতি মধ্যেই 'HENDO' নামে উড়ন্ত স্কেট বোর্ডটি ২১শে অক্টোবর বাজারে আসতে যাচ্ছে জনসাধারনের জন্য।


HENDO নামের এই উড়ন্ত বোর্ডের আবিস্কারক এবং উদ্দ্যোক্তা 'Greg and Jill Henderson', আর তারাই এই কল্পনার উড়ন্ত বোর্ডের বাস্তব রূপ দানকারী। এই বোর্ড নিয়ে গবেষনা করতে তাদের দরকার ছিল $২৫০,০০০ মার্কিন ডলার আর এই অর্থ জোগাড় করতে তারা 'Kickstarter' নামক কম্পানির মাধ্যমে টাকা জোগাড় করা শুরু করেন। আর এই উড়ন্ত বোর্ড যে আমেরিকার জনগনের মধ্যে বেশ বড় আকারে প্রভাব ফেলেছে তা তাদের জমানো অর্থের পরিমান দেখলেই বোঝা যায়।

https://www.kickstarter.com/projects/142464853/hendo-hoverboards-worlds-first-real-hoverboard

ইতি মধ্যে তারা $৪৩৭,১৩৪ মার্কিন ডলার জোগাড় করে ফেলেছেন তাদের এই প্রোজেক্টের জন্য। আর তারা অনেকটাই শেষ করে ফেলেছে এই উড়ন্ত বোর্ডটি নিয়ে গবেষনা এবং তৈরি করার কাজ। তারা বলেন, 'Perfecting it will take a little more time and resources'।


এই বোর্ডটি এমন একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যার ফলে এই বোর্ডটি একটি পূর্ন বয়স্ক মানুষ সহ মাটি থেকে ভেসে থাকতে পারে। আর আপনি যেদিকে খুশি ঠেলে বোর্ডটিকে নিয়ে যেতে পারবেন। আর সবথেকে অবাক করার বিষয় এটি নিজ থেকেই নিজের জন্য শক্তি উৎপাদন করতে পারে, বাড়তি কোন চার্জের প্রয়োজন হয় না। এতে গোলাকৃতির দু'টি চৌম্বক মেশিন ব্যাবহার করা হয়েছে যা একে প্রয়োজনীয় চৌম্বক ক্ষেত্র তৈরি করতে দেয়। তাদের তৈরি এই প্রযুক্তির নাম দিয়েছেন তারা 'Magnetic Field Architecture (MFA)'। আর Greg and Jill Henderson এর স্বপ্ন যে একদিন চাকার জায়গা দখন করে নিবে তাদের এই MFA প্রযুক্তি আর যদি সত্যি তা হয় তাহলে তা হবে মানব সভ্যতার আরেকটি মাইল ফলক।


তবে এই উড়ন্ত স্কেট বোর্ডের দামটা কিন্তু এটু চড়া, যদিও প্রথমে অনেকেই চিন্তা করেছিল এর এক একটির দাম হবে $১০,০০০ মার্কিন ডলারের কাছাকাছি কিন্তু বর্তমানে কম্পানিটি ঘোষনা দিয়েছে এর দাম হবে $৩০০ মার্কিন ডলার আর এর সাথে দিয়ে দেওয়া হবে এই বোর্ডকে নিজের মত করে সাজানোর জন্য যন্ত্রপাতি। দাম নিয়ে তারা বলেন, 'Right now we use commonly available metals in a simple sheets, but we are working on new compounds and new configurations to maximize our technology and minimize costs।'

এবার চলুন দেখে নেই এই উড়ন্ত স্কেট বোর্ড নিয়ে বানানো ভিডিও সেখানে আপনি এই উড়ন্ত বোর্ডের বাস্তব কার্যকারিতা দেখতে পাবেন,


Download

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info