মহাকাশ থেকে তোলা গাজায় হামলার ছবি ।। Astronaut Photographs Explosions Over Gaza


আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থিত মহাকাশ্চারীদের তোলা ছবিটি আমাদের স্পষ্ট ভাবে দেখিয়ে দেয় গাজায় চালানো ইস্রাইলের বর্বর হামলার চিত্র। এই ছবিটি সকলের সামনে প্রকাশ করেন European Space Agency তে কর্মরত মহাকাশচারী "Alexander Gerst"। তিনি তার ফেসবুক এবং টুইটারে ছবিটি প্রকাশিত করেন এবং লেখেন, "My saddest photo yet. From the International Space Station we can actually see explosions and rockets flying over Gaza and Israel"।



সেখানকার পরিস্থিতি ভয়াবহ আঁকার ধারন করেছে। ইস্রাইল গাজায় বিমান হামলা চালাচ্ছে আর গত সোমবার গাজার এক হাসপাতালে হামলা চালায় ইস্রাইলের বিমান বাহিনী। যতদুর জানা যায় ৭০০ এর বেশি ফিলিস্তানি নিহত হয়েছে ইস্রাইলের এই হামলায়, যার মধ্যে এক তৃতীয় অংশই শিশু। UN এর মতে ১০০,০০০ সংখ্যক লোক ইতি মধ্যে গাজা ছেড়েছেন এবং আরো লোক গাজা ছেড়ে যাচ্ছেন। আবার ইস্রাইলের পরম বন্ধু আমেরিকা ঘোষনা দিয়েছে তারা গাজায় মানবিক সাহায্য হিসেবে ৪৭ মিলিয়ন মার্কিন ডলার দিবে।


সবশেষে, আসুন সকলে মিলে মহান আল্লাহর কাছে গাজার মুক্তি চেয়ে দোয়া করি, যদি আমাদের সকলের মধ্যে একজনের দোয়াও কবুল হয় তাহলে হয়ত বেঁচে যাবে সহস্রাধিক প্রান।

লেখকঃ জানা অজানার পথিক।
hybridknowledge.info
জানার কোন অন্ত নাই, জানার ইচ্ছা বৃথা তাই, ভেবে যদি জানার ইচ্ছাকে দমন করে রাখা হয় তবে সে জীবনের কোন অর্থ নাই। কিন্তু সব জানতে হবে এমন কোন কথা নাই, তবে জানার ইচ্ছা থাকা চাই। আমাদের এই জানা জানির ইচ্ছকে সূত্র করে, আমাদের ছোট্ট একটি প্রয়াস ❝আমি জানতে চাই❞। আমাদের জানতে চাওয়ার ইচ্ছা পুরনের লক্ষে কখনো জেনেছি মহাকাশ নিয়ে, কখনো জেনেছি সমুদ্র নিয়ে, কখনো ডুব দিয়েছি কৌতুক এর মাঝে, আবার ভয়ে কেঁপেছি ভুতের গল্প পড়ে, কখনোবা শিউরে উঠেছি কিছু মানুষের কার্যকলাপ জেনে। কখনো জেনেছি নতুন আবিষ্কারের কথা, আবার জেনেছি আদি ঐতিহ্যের কথা, এত সব কিছু করেছি শুধু জানতে চাওয়ার ইচ্ছা থেকে।

hybridknowledge.info hybridknowledge.info