ছবির ব্যাগ গুলি দেখে যদি আপনার মনে হয় যে এই ব্যাগ গুলি সত্যি সত্যি কোন ব্যাগ না, বরং তা কোন কার্টুনের ব্যাগ তাহলে কিন্তু আপনার ভুল হচ্ছে। এগুলি বাস্তব ব্যাগ কিন্তু দেখতে কিন্তু একদম কার্টুনের ব্যাগের মত। অসাধারন এই ব্যাগ গুলি তৈরি করেছে তাইয়নের ব্যাগ নির্মাতা কম্পানি যারা এর নাম দিয়েছে 'Jump From Paper'। আসলেই ব্যাগ গুলা দেখলে মনে হবে যেন কাগজে আঁকা ছবি থেকে তা তুলে আনা হয়েছে।
ব্যাগ গুলি বিভিন্ন ডিজাইনের বানিয়েছে কম্পানিটি। স্কুল ব্যাগ থেকে শুরু করে ফ্যাশনের জন্যও ব্যাগ গুলিকে বিভিন্ন আকার, আকৃতি ও রঙ দেওয়া হয়েছে। ব্যাগ গুলি ডিজাইন এমন ভাবে করা হয়েছে যে তা আপনাকে এক ধাঁধার মধ্যে ফেলে দিবে আর দেখলে মনে হবে যেন কাগজে আঁকা ছবি মাত্র। কিন্তু এটা শুধুই আপনার ধারনা মাত্র।
নিজেকে যদি কোন দিন কাগজের তৈরি পুতুলের মত দেখাতে চান তাহলে এই ব্যাগের থেকে উৎকৃষ্ট উপকরন আর নেই বললেই চলে। এই কম্পানির আরো অনেক ব্যাগের ছবি দেখতে চাইলে চলে যেতে পারেন তাদের ওয়েব-পেজে। আপনি যদি সঠিক অর্থ প্রদান করেন তাহলে এরা আপনার পছন্দের রঙ এবং পছন্দের ডিজাইনের ব্যাগও বানিয়ে দিবে। কি অসাধারন তাই না?
লেখকঃ জানা অজানার পথিক।
টাস্কি খাইছি
উত্তরমুছুনআমিও খাইছিলাম :p
মুছুনAwesome concept
উত্তরমুছুনআসলেই অসাধারন
মুছুন