নাম তার Matthew Cornell, একজন আর্টিষ্ট যিনি কিনা রঙ তুলির দিয়ে ছবি
আঁকেন। কিন্তু তার ছবি গুলি এতটাই বাস্তব হয়, মনে হয় যেন ক্যামেরা দিয়ে ছবি
তোলা হয়েছে। তিনি California State University থেকে শিল্পকলায় পড়াশুনা
করেছেন। তিনি তার এই অসাধারন ছবি গুলিকে বলেন "Sublime Observations"
অর্থাৎ "মহিমান্বিত পর্যবেক্ষন"। আর বলবেই না কেন বলুন ছবি গুলা দেখলে আপনিও চিন্তায় পরে যাবে যে এগুলি কি সত্যি আঁকা নাকি ক্যামেরা দিয়ে ছবি তুলে বসিয়ে দিয়েছে।
তিনি তার ছবিতে কোন মানুষ রাখেন না, কেননা তিনি তার ছবিতে শুধু দেখতে চান প্রকৃতির রাজত্য। তার ছবি USA এর ভিবিন্ন অঙ্গ রাজ্যে প্রদর্শিত হয়েছে এবং তিনি অসংখ্য পুরস্কার জিতেছেন তার আঁকা ছবির জন্য। এর মধ্যে উল্লেখ যোগ্য পুরস্কার Winter Park Art Festival in 2008 and 2009, তিনি পরপর দু'বছর প্রথম পুরস্কার পান।
এবার আসুন তার আঁকা কিছু ছবি দেখে নেওয়া যাক,
ছবি সংগ্রহেঃ জানা অজানার পথিক।