বিশ্বের সব থেকে বড় এই মটরসাইকেল (Chopper) ১০ মিটার লম্বা এবং ২ মিটার চওড়া। এর ইঞ্জিন, ৫.৭ লিটারের ভি৮ (V8) ইঞ্জিন। এই মটরসাইকেলটি ডিজাইন করেছেন ইতালির "ফেবিও রেগজানি" (Fabio Reggiani), আর মটরসাইকেলটি তৈরি করতে ফেবিও রেগজানি সহ মোট ৮ জনের সময় লেগেছে ৭ মাস। মটরসাইকেলটি বর্তমানে Guinness Book of World Records এ সব থেকে বড় মটরসাইকেলের স্থান দখল করে আছে।
আসুন তাহলে এবার এই মটরসাইকেলে তৈরি হবার সময় থেকে প্রদর্শনি পর্যন্ত ধারাবাহিক ভাবে আরো কিছু ছবি দেখে নেওয়া যাক,
লেখকঃ জানা অজানার পথিক।